নৈরাজ্য এবার মাধ্যমিক পরীক্ষার হল𒅌েও। টোকাটুকিতে অংশগ্রহণ না করায় নামি স্কুলের ছাত্রদের মারধরের অভিযোগ অন্য একটি সꩵ্কুলের ছাত্রদের বিরুদ্ধে। ঘটনার জেরে মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষে কলকাতার সেলিমপুর অ্যান্ড্রুজ স্কুলে রীতিমতো উত্তেজনা ছড়ায়। দুপক্ষের সংঘর্ষ থামাতে আসতে হয় পুলিশকে।
সেলিমপুর অ্যান্ড্রুজ স্কুলে সিট পড়েছে পাঠভবনসহ আরও ৪টি স্কুলের। অভিযোগ, ঢাকুরিয়ার অন্য একটি স্কুলের ছাত্ররা পাঠভবনের ছাত্রদের কাছে প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাগাতার উত্যক্ত করছিল। এর প্রতিবাদ করে পাঠভবনের ছাত্ররা। এর পর পরীক্ষার হলেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ। পরীক্ষা শেষ হলে পাঠভবনের ছাত্রদের ওপর হামলা চালায় ঢাকুরিয়ার ওই স্কুলটির ছাত্ররা। এর পর অভিভাবকরাও 💫সংঘর্ষে জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সক্রিয় হয় সেন্টারে মোতায়েন পুলিশকর্মীরা। তারা ২ পক্ষকে শান্ত করেন।
পাঠভবনের এক ছাত্রের অভিভাবক বলেন, আমার ছেলে ও তাঁর সহপাঠীদের নানা ভাবে বিরক্ত করছে ঢাকুরিয়ার ওই স্কুলের ছাত্ররা। বারবার বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছে। যার ফলে ও মন দিয়ে পরীক্ষা দিতে পারছে না। এর প্রতিবাদ করল🥃ে ওই স্কুলের ছাত্ররা দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকী পরীক্ষা চলাকালীন শৌচাগারে গেলেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেয় তারা। যার ফলে আমার ছেলে পরীক্ষার হল ছেড়ে ﷽বেরোতেই পারেনি। পরীক্ষার পর ঢাকুরিয়ার ওই স্কুলের ছেলেরা আমার ছেলে ও তার বন্ধুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা পরীক্ষাকেন্দ্রে ঢুকে তাদের বাঁচাই। পরদিন গণিত পরীক্ষা। এভাবে কী করে পরীক্ষা দেবে আমার ছেলে ও তার বন্ধুরা?
অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক বুদ্ধদেব বসু হামলার কথা অস্বীকার করেছেন। তিনি ব🦹লেন, আমাকে তো পুলিশ কꦉিছু জানায়নি। মনে হয় অন্য কোনও স্কুলের ছেলেদের সঙ্গে গোলমাল হয়েছে।
গোলমালের ൲কথা স্বীকার করে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, গোলমাল একটা হয়েছে বলে শুনেছি। এরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্ষদ পদক্ষেপ করবে। নজরদারি বাড়ানো হবে। পরীক্ষার্থীরা সবাই নাবালক তাই এব্যাপারে থানা পুলিশ করা হয়নি। তবে সবাইকে সংযত থাকতে বলা হয়েছে।
তবে ঘটনার পর থেকে আতঙ্কꦡে ভুগছেন পাঠভবনের পড়ুয়ারা। তারা আলাদা ঘরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার আবেদন ⛄জানিয়েছে।