আমার নম্বরে ফোন করে লোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার সম্পর্কে যা বলছে শুনলে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার কলকাতার রাজভবনের সামনে তৃণমূলের ধরনা মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করা হয়। এর পর অভ✤িষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই নম্বরে ফোন করে বকেয়া টাকা শোধ করতে আবেদন জানান।
অভিষেকের এই পদক্ষেপ নিয়ে রবিবার এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, ‘গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছুর ঊর্ধে গিয়ে যে ভাবে আমার ফোন নম্বর প্রকাশ করে দিয়েছেন তাতে ওনার রাজনৈতিক পরিপক্কতার অভাব ও বালখিল্যতা প্রকাশ পেয়েছে। উনি পিসিকে ধরে উঠেছেন। সংগঠনের কাজ করে ওঠার সুযোগ তাঁর হয়নি। দয়ায় মানুষ পদ পেলে সেই পদের অপব্যবহার করে। আমিও ওনার ব্যক্তিগত নম্বর ভাইরাল করতে পারতাম। বলতে পারতাম, পশ্চিমবঙ্গের সব থেকে বড় গরুচোর, কয়লাচোরের নম্বর দেওয়া হল। পশ্✨চিমবঙ্গের জন🧔গণ টাকা চান। আমি করিনি। কারণ আমি জানি ওনার বাড়িতে ওনার সন্তান আছে, স্ত্রী আছেন। কারও ব্যক্তিগত নম্বর এভাবে ভাইরাল করে দিলে অসুবিধা হয়। ওনার শিক্ষা - সংস্কৃতির সঙ্গে আমার শিক্ষা সংস্কৃতির পার্থক্য আছে’।
অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাড়ির গুরুজনদের কাছ থেকে লোকে ভালো কিছু শেখে। কিন্তু কী করবেন, পরিবারই এমন যে সবা𓂃ই ♒ইডির ডাক পাচ্ছে। যে ধরণের পরিবার সেই ধরণেরই শিক্ষা হবে’।
সুকান্তর দাবি, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নম্বর ভাইরাল করার সাহস দেখালেন না। রাজীব বন্দ্যোপাধ্যায়কে বললেন আপনি বলুন সুকান্ত মজুমদারে🐟র নম্বরটা। আইপ্যাকের টিম অনেক আগেই ওনাকে আমার নম্বর দিয়ে রেখেছে। ওনার সরকারের তরফে আমার নম্বরে নজরদারিও চলছে। নম্বর প্রকাশ্যে আমার কাছে প্রচুর ফোন এসেছে। যতটা সম্ভব ধরার চেষ্টা করেছি। তার থেকে একটি কলের রেকর্ড নমুনাস্বরূপ আমি ফেসবুকে দিয়েছি। তাতেই প্রা𒅌ণ ওষ্ঠাগত। বাববাকি কিছু ফোন কল, প্রকাশ্যে আনা যাবে না, তাতে ভাইপো আর তাঁর পরিবার সম্পর্কে লোকজন যে সব কথা বলছে তা শুনলে কান দিয়ে ধোঁয়া বেরোবে’।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল কেন্দ্রীয় প্রকল্পের খবর মানুষের কাছে পৌঁছতে আমাদের কারও ফোন নম্বর ব্যবহার করে কল সেন্টার চালু করব। আমাদের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদীজির প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসা🎶ডর হয়ে গেলেন। আগামী দিনে এই নম্বরগুলো দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করব। অভিষেক বাবুকে ধন্যবাদ। তবে ওনার নম্বর আমরা ভাইরাল করছি না’।