পাহাড়ে বনধ প্রত্যাহারের প্রথম আবেদন জানিয়েছিল বিজেপি। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি স্পষ্ট জানান, বনধের ⛎বিরোধী বিজেপি।
বুধবার সন্ধ্যায় সাংবা💃দিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, ‘বিজেপি বনধকে সমর্থন করে না। নীতিগতভাবে বিজেপি বনধের বিরোধী। কোন সমস্যায় একেবারে দেওয়ালে পিঠ ঠেকে না গেলে বন্ধ কোনও পদ্ধতি হতে পারে না। প্রথমে আমরাও বনধ প্রত্যাহারের আর্জি জানিয়েছিলাম। কিন্তু বিনয় তামাং কালীঘাটের কথাতেই কাজ করেন। তাই আমরা মনে করি এবারও তাই হচ্ছে।’
বলে রাখি, পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যভাগ বিরোধী প্রস্তাব পাশের বিরোধিতায় মঙ্গলবার বনধ ডাকে গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি। বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধের ডাক দেয় তারা। বুধবার দুপুরে তারা সেই বনধ প্রত্যাহারও করে নেয়। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়িতে এক প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও অবস্থাতেই বনধ করা যাবে না। এর পর পাহাড়ে বাড়তে থাকে পুলিশের আনাগোনা। এমনকী আন্দোলনকারীদের নেতাদের গ্রেফতারির জ🌞ল্পনা শুরু হয়। তারই মধ্যে বনধ প্রত্যাহারের ঘোষণা প্রশাসনিক চাপের ফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।