দুর্গাপুজোর মধ্যেও নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সুর নরম করতে নারাজ বিজেপি। পঞ্চমীতে বাগুইআটিতে এক দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে সেই ইঙ্গিতই দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, কাকুর সঙ্গে ভাইপোর মিলন হবে কত দিনে আমরা সেটাই খুঁজছি এখন।নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পর দীর্ঘ সময় SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। অগাস্টে বাইপাস সার্জারির পর থেকে সেখানেই রয়েছেন তিনি। সম্প্রতি সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নিতে তৎপরতা শুরু করেছে ইডি। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার সুকান্তবাবু বলেন, ‘আমরাও জানতে চাই, কাকু কোথায় আছে? কাকুর সঙ্গে ভাইপোর মিলন হবে কত দিনে আমরা সেটাই খুঁজছি এখন।’বলে রাখি গত ৩০ মে গ্রেফতার হন সুজয়কৃষ্ণবাবু। লিপস অ্যান্ড বাউন্ডসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। জুনে কাকুর পত্নীবিয়োগ হয়। পারলৌকিক ক্রিয়ার জন্য জেল থেকে প্যারোলে মুক্ত হন তিনি। স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান সেরে জেলে পা দিয়েই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। বুকে ব্যথা অনুভব করলে তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এর পর আদালতের অনুমতিতে বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণের বাইপাস সার্জারি হয়। তার কয়েকদিন পর বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পান তিনি। এর পর তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করে জেল কর্তৃপক্ষ। সেই জেলে SSKMএ ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ইডি জানতে চেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র কোথায় রয়েছেন? তিনি কি কখনও জেল হাসপাতালে ভর্তি ছিলেন?