পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের 𒉰অভিযোগ উঠেছিল। এই আ𓆉বহে ১১ হাজার টাকা জরিমানা দেন বিজেপি নেতা। তবে পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন নন্দীগ্রামের বিধায়ক। দাবি করা হয়, ২০২১ সালের ৬ মে থেকে গত ২০ জুন পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনের মোট ১১টি মামলা রয়েছে শুভেন্দুর গাড়ির বিরুদ্ধে। এই আবহে শুভেন্দু অধিকারীর পালটা বক্তব্য, পুলিশ যদি আইন লঙ্ঘনের পর্যাপ্ত তথ্যপ্রমাণ না দিতে পারে তাহলে আইনি পথে হাঁটবেন তিনি।
শুভেন্দু অধিকারী শুক্রবার লালবাজারে ꧋যান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘১১ হাজার টাকা জরিমান মিটিয়ে দিয়েছি। তবে আমি যদি ট্রাফিক আইন ভেꩲঙে থাকি তাহলে তার যথাযথ প্রমাণ দিতে হবে। সেই নিয়ে একটি চিঠি লালবাজারে দিতে এসেছি। আমার বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের নির্দিষ্ট তথ্যপ্রমাণ পুলিশকে দিতে হবে নয়ত অনেক দূর যাব আমি।’ বিরোধী দলনেতার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর বিরুদ্ধে এই মামলাগুলি করা হয়েছে। এই আবহে কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে ‘টেনে নিয়ে যাওয়ার’ হুঁশিয়ারি দেন বিজেপি নেতা।
শুক্রবার শুভেন্দু ল্যাপটপে একটি ভিডিয়ো দেখিয়ে দাবি করেন, মা ফ্লাইওভারে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। শুভেন্দুর অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি সেই সাংসদের বিরুদ্ধে। যদিও সেই সাংসদের নাম নেননি বিরোধী দলনেতা। শুভে🎶ন্দুর কথায়, ‘২ কোটি ২৮ লক্ষ মানুষের প্রতিনিধি বিরোধী দলনেতার সঙ্গে নোংরা আচরণ করা হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পরের দিন থেকে তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ আনছে রাজ্য সরকার। এই আবহে তিনিꦇ নিজের ‘ভুল’ জানতে চাইলেন। তাঁর বক্তব্য, ভুল না জানতে পারলে তো শোধরাতে পারব না।