নবান্ন অভিযানের শুরু হওয়ার আগেই এদিন শুভেন্দুকে আটক করে কলকাতা পুলিশ। পিটিএসে দ্বিতীয় হুগলি সেতুর মুখে ব্যারিকেডে আটকে পুলিশের সঙ্গে আজ বচসায়꧟ জড়ান শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায়। অন্য পথ দিয়ে যেতে বলা হলে শুভেন্দু পুলিশকে প্রশ্ন করেন, ‘ইয়ার্কি মারছেন আমার সঙ্গে?’ হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। মহিলা পুলিশ কর্মীরা তাঁর দিকে এগিয়ে গেলে শুভেন্দু বলেন, ‘আপনি মহিলা। আমার গায়ে হাত দেবেন না।’ পরে বিরোধী দলনেতা, সাংসদকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপি নেতা রাহুল সিনহাকেও।
উল্লেখ্য, নবান্ন অভি🌄যানে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাঁতরাগাছি থেকে বিজেপির মিছিল বের হওয়ার কথা ছিল। শুভেন্দুর নেতৃত্বে নবান্নের দিকে আসা মিছিলকে রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। শুভেন্দুর নেতৃত্বাধীন মিছিলকে রুখতে ব়্যাফের ২৭০০ সদস্যকে মোতায়েন করা হয়েছিল সাঁতরাগাছিতে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাঁতরাগাছিতে গিয়েছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী নিজে। রাস্তার সঙ্গে জুড়তে লোহার ক্ল্যাম্প দিয়ে ব্যারিকেডগুলিকে আটকে দেওয়া হয়েছিল। তাছাড়া, জল কামান ও কাঁদানে গ্যাসের ব্যবস্থাও রাখা হয়েছিল। তবে সাঁতরাগাছি পর্যন্ত যেতেই পারেননি শুভেন✤্দু।
এর আগে সাঁতরাগাছির উদ্দেꦚশে রওনা দেওয়ার আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘কোনা, অঙ্কুরহাটি ঘিরে রেখেছে পুলিশ। আমি যদি কোলাঘাট থেকে সাঁতরাগাছি যেতাম তাহলে ধূলাগড়ে আটকানো হত। আমি জানি। পুলিশের মধ্যেই আমার লোক আছে।’ তবে শেষ পর্যন্ত কল♉কাতা ছেড়ে হাওড়ায় পা রাখতেই পারেননি শুভেন্দু।