কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী, ছয় মাসে এই রাজ্যে মিড ডে মিল বাবদ অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এই রিপোর্টকে হাতিয়ার করে এবার রাজ্য সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নিয়ে টুইট বার্তায় শুভেন্দু লেখেন, 'জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকার মিড ডে মিলে ১০০ কোটি টাকা বেশি দেখিয়েছে। আমি তো আগেই বিলেছিলাম, পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত করে না তৃণমূল সরকার।' (আরও পড়ুন: শুরু হল প্রস্তুতি, কব💧ে থেকে বাংলায় চালু হচ্ছে চার বছরের স্নাতক কো♒র্স?)
শুভেন্দু আরও লেখেন, 'মাত্র ২টি ত্রৈমাসিকেই ১০০ কোটির তছরুপ, গত ১২ বছরে কত টাকা চুরি হয়েছে ভাবুন! প্রশাসন চালানোর নামে দিনেদুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার।' প্রসঙ্গত, মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেকদিন ধরেই করে আসছিলেন বিরোধীরা। এরই মাঝে কেন্দ্র থেকে পর্যবেক্ষক দল এসে পরিস্থিতি খতিয়ে দেখে যান। আর এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন্দ্রে রিপোর্টে দাবি করা হয়েছে, যত সংখ্যক মিড ডে মিল পরিবেশন করা হয়েছে, তার থেকে বেশি সংখ্যা দেখানো হয়েছে খাতায়-কলমে। এই ভাবে গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে দাবি রিপোর্টে। (আরও পড়ুন: এবার বাংলায় তৈরি হবে🐠 'স্লিপার ক্লাস' বন্দে ভারত! বরাত মিলেছে ৯৬০০ কোটির)