'দুয়ারে নর্দমার জল।' কলকাতার জমা জল নিয়ে এভাবেই কটাক্ষ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর সংযোজন ছিল, ‘কলকাতা লন্ডন হওয়ার কথা ছিল। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সাধা⛎রণ মানুষ দেখছেন জল যন্ত্রণার কী শোচনীয় অবস্থা।’ আর তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জেরে যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল তা এবার একেবারে সামনে।
এবার কার্যত শুভেন্দুর কথার জবাব দিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। বার বার তাঁর মুখে সেই নর্দমার প্রসঙ্গ। কুণাল ঘোষ বলেন, 'ওঁর মনটাই নর্দমা। যাদের মুখে নর্দমা, মনে নর্দমা তাঁরা তো আর বাইরে কিছু💎 বলতে পারবেন না। চোখ না বদলালে মনের নর্দমা তো বেরিয়ে আসবেই। শকুনের চোখ তো সব সময় ভাগাড়েই থাকে।'
এরপরই কলকাতার জমা জল নিয়ে সরাসরি দায় চাপিয়ে দেন শুভেন্দু অধিকারীর উপর। যিনি আবার তৃণমূলে থাকাকালীন সেচমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। কুণাল বলেন, 'শহরের জল জমার অন্যতম কারণ খাল সংস্কার না হওয়া। তি𝔍নি দীর্ঘদিন সেচমন্ত্রী ছিলেন, কেন খাল সংস্কারে উদ্যোগী হননি? খাল সংস্কার করতে কে বারণ করেছিল? কেন কলকাতার খালগুলির এই বেহাল෴ দশা? শুভেন্দু অধিকারীকেই তার জবাব দিতে হবে।' তবে এবার কুণালের এই প্রশ্নের কোন জবাব শুভেন্দু দেন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
দুয়ারে নর্দমার জল। কলকাতার জ🌠মা জল নিয়ে এভাবেই কটাক্ষ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর সংযোজন ছিল, কলকাতা লন্ডন হওয়ার কথা ছিল। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সাধারণ মানুষ দেখছেন জল যন্ত্রণার কী শোচনীয় অবস্থা। আর তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জেরে যে যথেষ্ট ✱অস্বস্তিতে পড়েছে তৃণমূল তা এবার একেবারে সামনে।
এবার কার্যত শুভেন্দুর কথার জবাব দিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কার্যত একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। বার বার তাঁর মুখে সেই নর্দমার প্রসঙ্গ। কুণাল ঘোষ বলেন, ওঁর মনটাই নর্দমা। যাদের মুখে নর্দমা, মনে নর্দমা তাঁরা তো আর বাইরে কিছু বলতে পারবেন না। চোখ না বদলালে মনের নর্দমা তো বেরিয়ে আসবেই। শকুনের চোখ তো সব সময় ভাগাড়েই থাকে। এরপরই কলকাতার জমা জল নিয়ে সরাসরি দায় চাপিয়ে দেন শুভেন্দু অধিকারীর উপর🎃। যিনি তৃণমূলে থাকাকালীন সেচমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। কুণাল বলেন, শহরের জল জমার অন্যতম কারণ খাল সংস্কার না হওয়া। তিনি দীর্ঘদিন সেচমন্ত্রী ছিলেন, কেন খাল সংস্কারে উদ্যোগী হননি। খাল সংস্কার করতে কে বারণ করেছিল। কেন কলকাতার খালগুলির এই বেহাল দশা। শুভেন্দু অধিকারীকেই তার জবাব দিতে হবে। তবে এবার কুণালের এই প্রশ্নের কোন জবাব শুভেন্দু দেন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
|#+|