কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামনꦓ্তর এজলাসে শুনানি চলছিল। আর তার লাইভ স্ট্রিমিংও চল𝐆ছিল। বর্তমানে হাইকোর্টের ছুটি চলছে। তার জেরে অবকাশকালীন বেঞ্চের শুনানি চলছিল। আর সেই সময়ই হয়ে গেল একেবারে অবাক করা ঘটনা। কিন্তু কীভাবে এই পরিস্থিতি তৈরি হল তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, সেই লাইভ স্♏ট্রিমিং♎ করা হচ্ছিল ইউটিউবে। সেই সময় আচমকাই সেখানে অশ্লীল ভিডিয়ো চলতে শুরু করে। এরপরই শোরগোল পড়ে যায়। দ্রুত সেই স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়।
সূত্রের খবর, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হাইকোর্টের আইটি সেল গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই ঘটনার পেছনে কোনওꦓ সাইবার চক্রের হাত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে গোটা ঘটনায় দুটি বিষয় উঠে আসছে। একটি বিষয় হল এবার কি হাইকোর্💧টের লাইভ স্ট্রিমিংয়ের সময় কোনওভাবে হ্যাক হয়েছিল? যার জেরে এই সমস্যা তৈরি হয়েছিল? অপরদিকে অন্য় একটি সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেটা হল এই ঘটনার পেছনে কি হাইকোর্টের কো🏅নও কর্মীর হাত রয়েছে? তিনি কি অসাবধানবশত এমন কিছু করে ফেলেছিলেন যার জেরে এই কাণ্ড ঘটে যায়?
তবে এই ঘটনাকে ঘিরে আইনজীবীদের মধ্যেও শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পেছনের কারণটি কী সেটা জানার চেষ্টা করছেন অনেকেই। কারণ হাইকোর্টের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে এভাবে লাইভ স্ট্রিমিংয়ের মধ্য়ে এই ꦅধরনের ভিডিয়ো চালু হয়ে যাওয়াটা কতটা সঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সেটা খতিয়ে দেখার দাবিও উঠছে।&nbs🦩p;
এদিকে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক করার অভিযোগ🃏 উঠেছিল। যার জেরে সেই পেজ থেকে আরজি কর সংক্রান্ত শুনানি উধাও হয়ে গিয়েছিল। এবার🐈 কলকাতা হাইকোর্টের ইউটিউবে অত্যন্ত অস্বস্তিকর ঘটনা।