টেটের বৈধতা নিয়ে এবার বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এ বা𒅌র থেকে উচ্চ প্রাথমিকে টেট পাশের বৈধতা থাকবে জীবনভর। এর আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) নিয়ম ছিল, কেউ টেট পাশা করলে তার বৈধতা থাকত সাত বছর পর্যন্ত। এ বার তাকে বাড়িয়ে আজীবন করা হল।
ত🔴বে এসএসসি এত জানিয়েছে, জীবনভর বৈধতা মানে এমনটা নয় যে, কেউ টেট পাশ করলে ৫৫ বছর বয়সে গিয়েও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পাববেন। সে😼ক্ষেত্রে নিয়োগের সময় সংশ্লিষ্ট নিয়োগ কর্তারা যে নিয়ম তৈরি করবেন সেটাই কার্যকরী হবে।
(পড়তে পারেন। মূল্যবৃদ্ধি রোধে রেশন দোকান থেকে কম দামে আনাজ দ꧙েওয়া হোক, মন্ত্রীকে চিঠি ডিলারদের)
তবে যারা কম বয়েসে টেট পাশ করবেন তাদের ক্ষেত্রে এই নয়া নিয়ম তুলনামূলক ভাবে সুবিধাজনক হবে। এর আগে কোন টেট প্রার্থী যদি ২১ বছর বয়েছে টেট পাশ করতেন, তবে তিনি ২৮ বছর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নতুন নি♍য়মের সুবিধা হল, নিয়োগের বয়সসীমা যদি ৩৫ বছর হয় তবে ওই চাকরিপ্রার্থী ৩৫ বছর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
এসএসসি জানাচ্ছে, যাঁরা♑ ২০১২ এবং ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে টেট পাশ করেছেন, তাদের সকলের ক্ষেত্রেই এই ꦗনতুন নিয় প্রয়োজ্য হবে।