বিধাননগরে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হামলার চক্রান্তের পরিকল্পনা করে যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল তার সত্যতা পাওয়া গিয়েছে। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাইꦛ দাবি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। ওই ভাইরাল অডিয়ো ক্লিপের কণ্ঠস্বরের সঙ্গে মিল থাকায় শনিবার ভোরে DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। এছাড়া আরও ৩ জনের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - মানুষ꧟ের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা! বিস্ফোরক অভিযোগ শুভেন꧂্দুর
পড়তে থাকুন - 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমꦓাকে এভাবে চলে যেতে হতে পারে'
শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, শুক্রবার সংবাদমাধ্যমে যে অডিয়ো ক্লিপ🐼 সম্প্রচারিত হয়েছে তার সত্যতা যাচাই করেছে পুলিশের টেকনিক্যাল টিম। ওই অডিয়ো ক্লিপের সত্যতা পাওয়া গিয়েছে। আমরা ২ জনকে গ্রেফতার🍃 করেছি। তাদের আদালতে পেশ করে ১৪ দিনের জন্য হেফাজতে চাওয়া হবে। সঙ্গে অডিও ক্লিপে বাপ্পা, দাদু ও সাহেব নামে যে ৩ জনের উল্লেখ রয়েছে তাদেরও খোঁজ চলছে।
পুলিশের সাংবাদিক বৈঠকের পর বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, অত্যন্ত কাঁচা চিত্রনাট্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের থেকে নজর ঘোরাতে এসব পরিকল্পনা করা হয়েছে। পুলিশের সঠিক তদন্ত করার ইচ্ছা থাকলে প্রথমে তারা কুণাল ঘোষকে গ্রেফতার করত। কুণাল ঘোষ এই অডিয়ো ক্লিপ কোথা থেকে পেলেন সেটা সব𒉰ার আগে জানা দরকার। পুলিশ ও তৃণমূল মিলে একটা চিত্রনাট্য সাজানো হয়েছে।
আরও পড়ুন - খুনি ডাক্𝓀তারের শাস্তি চাই, সন্ধের পর পথে নেমে স্লোগান তুললেন কল্যাণ
শুক্রবার এক অডিয়ো ক্লিপ প্রকাশ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, বিধাননগরে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে হামলা চালিয়ে শাসকদলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা♒ চলছে। তার কয়েক ঘণ্টার মধ্যে হালতু থেকে এক য🌳ুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ওই যুবক অডিয়ো ক্লিপে তার কণ্ঠস্বর রয়েছে বলে স্বীকার করেছে।