গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। সব রেকর্ড ভেঙে লাগাতার চল্লিশের ওপরে টিকে রয়েছে পারদ। দেখা নেই বৃষ্টির। বিশেষ করে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এরই মধ্যে এল আশার খবর। অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির 🤪সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুসারে, আগামী রবি ও সোম ও মঙ্গলবার অর্থাৎ ৫ – ৬ ও ৭ মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও 𝄹তা দীর্ঘস্থায়ী হবে না বলেই অনুমান। হতে পারে শিলাবৃষ্টিও।
আর্থাৎ আগামী সপ্তাহেও রাজ্যজুড়ে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। সর্বো🙈চ্চ তাপমাত্রা তেমন একটা কমার সম্ভাবনা নেই।