সন্দেশখালিতে নির্যাতিতাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার জ🐓াতীয় মহিলা কমিশনের ২ সদস্যের দলের সন্দেশখালি সফরের পর একথা জানালেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। মঙ্গলবার বিকেলে সোশ্যাল সাইটে পোস্ট করে একথা জানান তিনি।
এদিন রেখা শর্মা লেখেন, সন্দেশখালি সফরকারী জাতীয় মহিলা কমিশনের প্রতিনিদলের দেওয়া তথ্য অনুসারে মহিলা নির্যাতিতাদের📖 অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করার বদলে তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের 𒁃করেছে। গ্রামবাসীরা পুলিশ ও দুষ্কৃতীদের দ্বারা সমানভাবে ভীত। এভাবেই মমতা পশ্চিমবঙ্গের মহিলাদের সঙ্গে আচরণ করেন।
আরও পড়ুন: আবার অসুস্থ হয়❀ে হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম🌼, হঠাৎ অসুস্থতার কারণ কী?
সোশ্যাল পোস্টে তিনি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক, মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরা♈নি, রাষ্ট্রপতি ভবন ও প্রধান মন্ত্রীর দফতরকে ট্যাগ করেছেন।
মঙ্গলবার সন্দেশখাꦛলি সফরে যায় জাতীয় মহিলা কমিশনের ২ সদস্যের প্রতিনিধিদল। কলকাতা থেকে প্রথমে সন্দেশখালি থানায় পৌঁছন তাঁরা। সেখান থেকে নিরাপত্তা নিয়ে যান বিভিন্ন গ্রামে। সেখানে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সন্দেশখালিতে তৃণমূল নেতাদের দ্বারা গ্রামের বধূদের শ্লীলতাহানির অভিযোগ উঠলেও এখনো প্রকাশ্যে এসে তেমন দাবি করেননি কেউ। এমনকী পুলিশ বা আদালতে তেমন কোনও অভিযোগ দায়ের হয়নি।
ওদিকে মঙ্গলবার সন্দেশখালি যায় রাজ্য সরকার গঠিত ১০ সদস্যের দল। তারাও মহিলাদের সঙ্গে কথা বলেন। নথিভুক্ত করেন তাদের অভিযোগ। সফর শেষে কমিটির প্রধান ডিআইডি সিআইডি সোমা দাস মিত্র বলেন, ‘মহিলারা আমাদের কাছে শারীরিক নিগ্রহের অভিযোগ করেছ💞েন। কাউকে মারধর করা হয়েছে। কাউকে আটকে রেখে মার ধর করার হুমকি দেওয়া হয়েছে।’