সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে জারি ছিল আদর্শ আচরণ বিধি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই📖 রাজ্য পুলিশ এবং প্রশাসনিকের একাধিক পদে রদ বদল করেছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই নির্বাচনী বিধি উঠে গিয়েছে। এমন অবস্থায় বদলি হওয়া সেই সমস্ত পুলিশ এবং প্রশাসনিক💞 আধিকারিকদের পুরনো পদে ফেরাতে তৎপর হয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: ভোট ঘোষণা ಌহতেই রাজ্য পুলিশের DG রাজীব💦 কুমারকে সরিয়ে দিলেন নির্বাচন কমশন
জানা গিয়েছে, আগামী ১১ জুন মঙ্গলবার নবান্নের সভাঘরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সমস্ত দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, সচিব, বিভাগীয় প্রধান, জেলা শাসক এবং পুলিশ সুপারের ডেকে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, সেই বৈঠকে অনেক অফিসার যেমন ভোটের কাজের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা পেতে করেন তেমনি আবার অনেকের কপালে জুটতে পারে বকুনি। যদিও কী হবে তা ওই দিনের বৈঠকেই বোঝা যাবে। তবে মনে করা হচ্ছে, এই বৈঠকে আমলা এবং আইপিꦐএস অফিসারদের পুরনো পদে ফেরানোর বিষয়ে আলোচনা হতে প🌜ারে।
নবান্ন সূত্রে খবর, এই সমস্ত আমলা, পুলিশ আধিকারিকদের পুরনো পদে ফেরাতে কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি করতে জারি করতে পারে রাজ্য সরকার। এদিকে, বৃহস্পতিবার দুপুরেও নবান্নে গিয়ে রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্ꦅযোপাধ্যায়। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজি পদে আবার রাজীব কুমারকে ফেরাতে পারে রাজ্য সরকার।