রাজভবনের ভিতরে শ্লীলতাহানির অভিযোগে চাপ বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসের ওপর। শুক্রবার ওই মামলায় রাজ্য সরকারকে নোটিশ জারি করার নির্দেশ দিলেন ভারতের প্রধান বিচার💙পতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ। এই ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে পুলিশকে তদন্ত করতে দেওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। সেই মামলাতেই এই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন - ‘লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই’🐠, জবাব দিলেন বꦍিদ্যুৎমন্ত্রী
পড়তে থাকুন - মালদার মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ, মেনে নিলেন পুলিশ সুপার, বিদ্য🧜ুৎ চেয়ে বুলেট!
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তের অনুমতি চেয়ে গত ৩ জুলাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি🦂লেন নির্যাতিতা। রাজ্যপাল সংবিধানের ৩৬১ ধারার রক্ষাকবচ এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী। শুক্রবার বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে শুক্রবার রাজ্যকে এই মামলায় নোটিশ পাঠানোর নির্দেশ দেয় আদালত। সঙ্গে মামলাকরী চাইলে এই মামলায় কেন্দ্রকে যুক্ত করতে পারবেন বলেও নির্দেশ দেন তাঁরা।
গত ২ মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। রাজভবনের অন্দরে পুলিশ পোস্টে গিয়ে অভিযোগ জ🔯ানান তিনি। এর পর ঘটনার অনুসন্ধানে নেমে বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করে লালব🧸াজার। সংগ্রহ করে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ। সঙ্গে অভিযোগকারিনীকে অভিযোগ দায়েরে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সমস্ত তদন্ত বন্ধ হয়ে যায়। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিনী। আদালতের কাছে ৩৬১ নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল কতটা রক্ষাকবচ পেতে পারেন তার লক্ষ্মণরেখা টেনে দেওয়ার আবেদন জানান তিনি।
আরও পড়ুন - ‘বেনানা রিপাবলিক হয়ে উঠতে পারে ন꧋া’, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব♏ করল রাজ্যপাল
সংবিধানের ৩৬১ নম্বর অ🃏নুচ্ছেদ অনুসারে রাজ্💃যপালের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা যায় না। ফলে শ্লীলতাহানির মতো অভিযোগ উঠলেও এক্ষেত্রে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার অধিকার নেই পুলিশের। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করে রাজ্যপাল জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে।