লিফটে উঠতে গিয়ে ঘটল বিপত্তি। পা আটকে গেল যুবকের। তারফলে যুবক লিফটের মধ্যে আটকে থাকলেন প্রায় আড়াই ঘণ্টা ধরে। প্রশাসনিক ভবনের কার্যালয়ে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। আজ বুধবার দুপুরে𝕴 আলিপুরের জেলাশাসক অফিসের ট্রেজারি বিল্ডিংয়ে সাহাবুদ্দিন মোল্লা নামে ওই যুবকের পা আটকে যায়। শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং দমকল লিফটের রেলিং কেটে যুবককে উদ্ধার করে। তবে প্রশাসনিক ভবনে এমন বিপত্তিতে প্রশ্ন উঠেছ🗹ে রক্ষণাবেক্ষণ নিয়ে।
আরও পড়ুনঃ লিফটে আটকা পড়লে কী করবেন?
জানা গিয়েছে, সাহাবুদ্দিন মোল্লা♏ নামে ওই ব্যক্তি চম্পাহাটির বাসিন্দা। ওই যুবক প্রশাসনিক কাজের জন্য ট্রেজারি বিল্ডিংয়ে গিয়েছিলেন। বেলা ১টা নাগাদ লিফটে চেপে তিনি ৬ তলায় উঠেছিলেন। তার সঙ্গে লিফটে আরও বেশ কয়েকজন ছিলেন। এরপর ৬ তলাতে ওঠার পরেই ঘটে বিপত্তি। ৬ তলায় ওঠার পর লিফটের দরজা খোলে তখন শাহাবুদ্দিন একটি পা বাড়ানো মাত্রই লিফটি কিছুটা নিচে নেমে যায়। ফলে একটি পা লিফটের বাইরে আটকে পড়ে। তবে তার পুরো শরীর ছিল লিফটের ভিতর।
এদিকে, সেই সღময় লিফটে প্রায় ১০ জন মতো মানুষ ছিলেন। তারাও লিফটে আটকে পড়েন। এভাবেই বেশ কিছুক্ষণ আটকে থাকে লিফটি। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং দমকলকে।
শেষে উদ্ধারকারীরা সেখানে পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় যুবককে লিফট থেকে বের করতে সক্ষম হন। সাহাবুদ্দিন উদ্ধার হওয়া পর্যন্ত কথা বলেছেন। গরম লাগছে বলেও জানান। তার জন্য পাখার ব্যবস্থা করা হয়। জলও খেতে চান তিনি। ৬ তলায় লিফটে রেলিং কেটে ৫ তলা থেকে ওই যুবককে বের করা হয়। জানা গিয়েছে, ওই যুবকের পায়ে আঘাত লেগেছে। ঘটনায় যুবককে উদ্ধার করে ভরতি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ঘটনার খꦺবর 🌜পেয়ে লিফট পরিদর্শন করেন জেলাশাসক।