গার্ডেররিচের ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে উদ্ধার ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। এনিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে সরাসরি নিশানা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এখন খাটের নীচে উন্নয়ন চলে গিয়েছে। গার্ডেনরিচে যে টাকা ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দায়িত্ব নিয়ে বলছি সেটা তৃণমূলের টাকা।ꦕ বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি ফিরহাদ হাকিমকেও একহাত নেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, এখন বাংলার উন্নয়ন খাটের তলায় চলে গিয়েছে। এখানে তৃণমূলের ডাইরেক্ট রিলেশন আছে নাহলে কলকাতার মেয়র বলেন কেন ইডি ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে। সাংসদ সৌগত রায় বলছেন ইডি বাড়♔াবাড়ি করছে। এদের উত্তর দিতে হবে টাকাটা কার। আমরাও বলেছিলাম, পার্থ অপার টাকা তৃণমূলের টা♏কা। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা তৃণমূলের নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কোনও ঘনিষ্ঠ ব্যক্তির টাকা।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, টাকার ৭৫ ভাগ ☂কালীঘাটের। সব পিসি ভাইপোরꦺ।
একেবারে বিস্ফোরক অভিযোগ বিরোধীদের। সেক্ষেত্রে গার্ডেনরিচকাণ্ডের জের♚ে ফের 🍬অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে।
এদিকে𒉰 ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকা গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৭ কোটি ৩২ লাখ টাকা। এনিয়ে নানা প্রশ্ন উঠছে। এনিয়ে ফিরহাদ হাকিম দাবি করেছেন, আমার বিধানসভা এলাকায় সব ব্যবসায়ীকে চেনা সম্ভব নাকি? তবে তো নীরব মোদী যখন টাকা ꦡঝেঁপে পালিয়ে গেল তখন প্রধানমন্ত্রীকে ধরা দরকার। পাশাপাশি সব পরিবহণ ব্যবসায়ীকে চেনা সম্ভব নয় বলেও দাবি প্রাক্তন পরিবহণমন্ত্রীর। তাঁর দাবি বাংলার অর্থনীতিকে ভাঙার চেষ্টা করছে ইডি।