𝔍 আরজি কর কাণ্ডে যখন আদালতের নজরে নজরদারি চেয়ে নির্যাতিতার মা - বাবার আবেদনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টে তখন নিজেকে নির্দোষ দাবি করে এই মামলা থেকে অব্যহতি চাইলেন থ্রেট সিন্ডিকেট চালানোয় অভিযুক্ত জুনিয়র ডাক্তার আশিস পান্ডে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই চিকিৎসকের বিরুদ্ধে আরজির কর মেডিক্যাল ও অন্যান্য হাসপাতালের একাধিক জুনিয়র চিকিৎসক ও চিুকুিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত আশিসকে আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। মঙ্গলবার জেলে বসে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন আশিস।
আরও পড়ুন - 💛মাটির সহনক্ষমতার বাইরে বর্জ্য, বেলগাছিয়া ভাগাড় নিয়ে বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের
আরও পড়ুন - 🗹তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতারে নেতা–কর্মীদের মেনুতে বৈষম্য, অভিযোগ অন্দরে
আরও পড়ুন - ⭕যুবককে উত্তর কলকাতার যৌনপল্লিতে আটকে চলল ব্ল্যাকমেল, মোটা টাকা নিতেই গ্রেফতার
🅷 আরজি কর দুর্নীতি মামলায় আশিস পান্ডেকে অন্যতম অভিযুক্ত হিসাবে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, এই আশিস পান্ডে ও বিরুপাক্ষ বিশ্বাসের মাধ্যমেই থ্রেট সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ। যার শিকার হাজার হাজার চিকিৎসক। এমনকী চিকিৎসকদের থেকে তোলা আদায় ও না দিলে হুমকি, এমনকী মারধরের অভিযোগ রয়েছে আশিস পান্ডের বিরুদ্ধে।
𒆙 আরজি কর দুর্নীতি মামলায় আগেই নিজেদের নির্দোষ বলে দাবি করে অব্যাহতি চেয়েছিলেন চার অভিযুক্তব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ এবং দেহরক্ষী আশরাফ আলি খান। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন আশিসের আইনজীবী নথি পেশ করে মক্কেলকে নির্দোষ বলে দাবি করেন।