এবার তৃণমূল নেতা কুণাল ঘোষের নিশানায় আরএসএস প্রধান মোহন ভাগবত। আরজি করের ঘটনা প্রসঙ্গে বল🎃তে গিয়ে কুণাল ঘোষ সরাসরি নিশানা করেছেন মোহন ভাগবতকে।এমনকী মোহন ভাগবতকে বিজেপি নেতা হিসাবেও জোরালো আক্রমণ করেছেন কুণাল।&nb🔥sp;
মোহন ভাগবতকে নিশানা করে কী লিখেছেন🍒 কুণাল ঘোষ?
কুণাল ঘোষ লিখেছেন,
মোহন ভাগবতজী, RGKar জঘন্য ঘটনা। সামাজিক অপরাধ। কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আততায়ীকে ধরেছে, যা সিবিআই মান্যতা দিয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাংলায় অনﷺেক কমেছে, বন্ধ করার চেষ্টা চলছে। আপনি বাংলার ঘটনা নিয়ে বলার আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখন্ড, দিল্লি, মণিপুরের কথা বলুন। যেখানে বিজেপির হাতে পুলিশ, সেখানকার পরের পর ঘটনার সময়ে আপনার বিবেক জাগে না। তখন সীতা, দ্রৌপদীর কথা মনে পড়ে না। আরএসএস নয়, আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল। লিখেছেন কুণাল ঘোষ।
এদিকে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ খুলেছিলেন মোহন ভাগবত। তিনি বল🐎েছিলেন, এই রাজ্যে অপরাধ ও রাজনীতি হাতে হাত মিলিয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি কলকাতায় এসে বলেছিলেন, ভারতে নারীকে শক্তি হিসাবে পুজো করা হয়। সেখানে কীভাবে এই ঘটনা হল?
সম্প্রতি তিনি বলেছেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে সমাজের সমস্ত স্তরের মানুষ। এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক থাকা দরকার। নিরাপত্তা দেওয়া উচিত। কিন্তু ঘটনা ঘটার পর অ🔯পরা⭕ধীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে। অপরাধ ও রাজনীতি হাতে হাত মিলিয়েছে। বলেছিলেন মোহন ভাগবত।
সেই সঙ্গেই গত সেপ্টেম্বর মাসে কলকাতায় এসে মোহন ভাগবত বলেছি🎃লেন,দোষীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। স🐠েই দায়িত্ব পালন করতে সরকার যে পদক্ষেপ করবে তাতেই আমাদের পূর্ণ সমর্থন থাকবে।
মোহন ভাগবত বলেন, ভারতীয় সংস্কৃতি চিরকাল মাতৃশক্তির আরাধনা করে এসেছে। যখন সীতাহরণ হয়েছে, তখন রামায়ণ হয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনার পরে মহাভারতের যুদ্ধ হয়েছে। সেꦐই ভারতে কী করে এমন🎶 ঘটনা ঘটতে পারে? বললেন মোহন ভাগবত।
আর এবার সেই মোহন ভাগবতকেই নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি পালটা লিখেছেন,… মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাংলায় অনেক কমেছে, বন্ধ করার চেষ্টা চলছে। আপনি বাংলার ঘটনা নিয়ে বলার আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখন্ড, দিল্লি, মণিপুরের কথা বলুন। যেখানে বিজেপির হাতে পুলিশ, সেখানকার পরের পর ঘটনার সময়ে আপনার বিবেক জাগে না। তখন সীতা, দ্রৌপদীর কথা মনে পড়ে না। আরএসএস নয়, আপনাকে সরাসরি ব🅠িজেপি নেতাই মনে হল।