রাত পোহালেই চার বিধানসভার উপনির্বাচন। আর তার আগেই রাজ্য–রাজনীতি কার্যত তোলপাড় হয়ে গেল। কারণ মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অন্তর্ঘাতের প্রস্তাব এল তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের কাছে। আজ, মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠ☂ক করে তা ফাঁস করে দেন কুণাল নিজেই। সুতরাং উপনির্বাচনের প্রাক্কালে নাটকীয় ঘটনা ঘটে গেল। কুণাল ঘোষকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ফোন করেন বলে দাবি। একটি অডিয়ো ক্লিপ তা নিয়ে সামনে এসেছে। যা টেলিফোনে কল্যাণ–কুণালের কথোপকথন বলে দাবি করা হচ্ছে। সেখানে কুণালকে অন্তর্ঘাত করার ♏প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিনিময়ে ক্রীড়াজগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন কল্যাণ বলে দাবি।
এদিকে অডিয়ো প্রকাশ করে কুণাল ঘোষের দাবি,𓄧 তাঁকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনে তাঁকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। ভোটে সাহায্য করলে ক্রীড়াজগতে তাঁকে পদ পাইয়ে দেওয়ার কথা বলেছেন কল্যাণ। তবে কুণাল ঘোষের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ চৌবে। ফোন করেছিলেন সেটা মেনে নিলেও পদ পাইয়ে দেওয়ার কথা মিথ্যে বলে মন্তব্য করেন কল্যাণ। নিজের দাবির সপক্ষে একটি অডিয়ো ক্লিপ সংবাদমাধ্যমের সামনে আনেন তৃণমূল কংগ্রেস নেতা। যদিও ওই অডিয়ো’র সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। কুণাল বলেন, ‘রবিবার রাত সাড়ে ১১ নাগাদ ফোন করেন কল্যাণ। আমাকে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেয়। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাবও দেন বিজেপি প্রার্থী।’
আরও পড়ুন: ‘১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে’, বাজার কমিটির বৈঠকে নির্দেশ দিলেন ম✅ুখ্যমন্ত্রী
অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতিতে এখন জোর চর্চা শুরু হয়েছে। সদ্য লোকসভা নির্বাচনে বিজেপিকে গোহারা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর এই প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ। কুণাল ঘোষের দাবি, ‘আমি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। বিজেপির পরাজয় নিশ্চিত বুঝেই অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। তিনি জানেন যে আমি তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির আহ্বায়ক। যদিও আমি তর্কের খাতিরেও ধরে নিই যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া গণতন্ত্রের সৌজন্য। কিন্তু এটা তো একধরনের ঘুষ। এটা কী রাজনীতি?’ এই অডিয়ো ক্লিপ সো♚শ্যা𒀰ল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ।