আজ, শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। গ্রেফতার করার ৫৭ দিন পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট পেশ করল সিবিআই। আবার আজই ইডি আসানসোল জেলে বন্দি থাকা স💯ায়গল হোসেনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে একটা টানটান পরিবেশ তৈরি হয়েছে বিজয়া দশমীর পর। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৩৫ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে আবার মুখ খুললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
ঠিক কী বলেছেন রাজ্যের কৃষিমন্ত্রী? আজ, শুক্রবার এই ঘটনা ঘটার পর ꧒বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ। যে কোনও দলেই অসৎ মানুষ আছে। তাদের দোষ সামনে এলে শাস্তি পাবে। তা বলে সবাই অসৎ নয়। যারা অসৎ, তারা শাস্তি পাবে। তবে তার প্রভাব নির্বাচনে পড়বে না। সাধারণ মানুষ যা যা চান, আমার দলের নেত্রী তা দেন। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পের সুবিধে সাধারণ মানুষ পান। তাই মানুষ তাঁকে সমর্থন করবেন।’ এখন এই মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতিতে ঝড় বয়ে চলেছে।
আগে কী বলেছিলেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী? বিরোধীরা দুর্নীতি নিয়ে সরব হয়ে অক্সিজেন খুঁজছেন। কেউ কেউ বলছেন ডিসেম্বর মাস💧ে সরকার প🌸ড়ে যাবে। এই পরিস্থিতিতে আগে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল স্🎃বীকার করবে না কাউকে। সব দলেই ভাল–খারাপ লোক থাকতে পারে। খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে। কিন্তু, তার মানে একটা দল পুরো খারাপ হয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না।’