আজ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনার তৃতীয় দিন। ছুটির দিনেও গ্রামীণ মানুষের ১০০ দিনের কাজের টাকা আদায়ের লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই তৃতীয় দিনের মধ্যেই মাঝরাতে একটি টুইট করলেন অভি🙈ষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেখানে তিনি বাংলা জিতবে এই লড়াইয়ে বলে আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করেছেন। তার জন্য দুটি ঘটনাক্রম তুলে ধরেছেন। আর বঙ্গ–বিজেপি নেতাদের তুলোধনা করেছেন। গতকাল সারাদিন নানা ঘটনা ঘটে গিয়েছে রাজ্যে। আর সেটাকেই পর পর তুলে ধরে বিজেপিকে তোপ দাগলেন ডায়মন্ডহারবারের সাংসদ।
এদিকে তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে এসে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও আবার কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুভেন্দু অধিকারীর উদ্দেশে অভিষেকের প্রশ্ন, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কেন আবাস যোজনা এবং একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেননি এখনকার বিরোধী দলনেতা? শুভেন্দু এবং সুকান্তকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘আমাকে বিজেপি তাদের মঞ্চে বলার সুযোগ করে দিক। আমার ইগো নেই। আমি যাব। আর ওই মঞ্চে শুভেন্দুবাবু, স🅺ুকান্ত বাবু আসুক। কোনও বাধা নেই। আসলে ওনাদের তথ্য ভুয়ো।’
অন্যদিকে রাজ্যপালের কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন অ♏ভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া রাজ্যপালের আর কোনও কর্মসূচি ছিল না বলে দাবি করেন অভিষেক। আর রাজ্যপালের উদ্দেশে বলেন, ‘আপনার যদি একটাই কর্মসূচি ছিল, তবে আপনি কলকাতায় এলেন না কেন? আর যে বলছে দুর্নীতি হয়েছে, সে তো ২০২০ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছিল। তখন বললে না কেন? তখন তো চার মন্ত্রিত্ব নিয়ে বসে ছিলে।’ এভ🌄াবেই বিজেপি নেতাদের এবং রাজ্যপালকে তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ।
আরও পড়ুন: ধর্ষণ করে চিরে দেওয়া হয়েছিল দেহ, কামদুনি কাণ্ডের ছত্রে🍌ছত্রে উঠল চড়াই–উতরাই
ঠিক কী লিখেছেন অভিষেক? এই সারাদিনের নানা ঘটনার পর মাঝরাতে একটি টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংসদ লিখেছেন, ‘তৃতীয় দিনের ধরনায় দুটি নৈতিক জয় রয়েছে। এক, নয়া𝔉দিল্লির আইভরি টাওয়ার থেকে জমিদাররা বাধ্য হয়ে কলকাতায় এসেছেন। দুই, রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে যত শীঘ্র সম্ভব দেখা করতে রাজি হয়েছেন। আমি আত্মবিশ্বাসী মানুষের এই লড়াইয়ে বাংলা অবশ্যই জিতবে।’ আজ, রবিবার আরও কিছু বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।