নয়াদিল্লির মাটিতে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ইতিমধ্যেই বিদেশ থেকে ফিরে সেখানে অনিশ্চিত হয়ে পড়েছেন মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু দেশের মহিলা একমাত্র বিরোধী নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা 🐲বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই প্রতিবাদ কর্মসূচি বা আন্দোলন পুরোটাই করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ পায়ে চোট লেগেছে তৃণমূল সুপ্রিমোর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১০ দিন বিশ্রামে থাকতে হবে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির বুকে আন্দোলনে ঝড় তুলতে বিকল্প পথ বেছে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলায় কয়েকটি ভার্চুয়াল সভা করবেন বলে খবর।
এদিকে অক্টোবর মাসের গোড়াতেই বকেয়া অর্থ আদায়ের দাবিতে নয়াদিল্লির রাজপথে বড় কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। ১, ২ ও ৩ অক্টোবর দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও ধরনায় বসবেন। যার নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপ♒াধ্যায়। কারণ আগামী ২ অক্টোবর রাজঘাটের ধরনায় না থাকার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই কর্মসূচিকে সবার মধ্যে পৌঁছে দিতে ভার্চুয়াল সমাবেশ করবেন অভিষেক। সেখান থেকেই দলের সবাইকে কর্মসূচি সম্পর্কে তিনি জানাবেন বলে সূত্রের খবর। চলতি মাসেই সমাবেশ হবে।
অন্যদিকে ১০০ দཧিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা–সহ অন্যান্য প্রকল্পের বকেয়া আদায়ে মোদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে এবার নযাদিল্লিতে তিনদিনের কর্মসূচিতে নামছে তৃণমূল কংগ্রেস। আগা𒅌মী ১ অক্টোবর দলের সকলকে নয়াদিল্লিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২ তারিখ রাজঘাটে ধরনা। দুপুর ২টো পর্যন্ত সেখানে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যোগ দেবেন। ৩টে নাগাদ জমায়েত ও প্রতিবাদ। ৩ তারিখ যন্তরমন্তরে ধরনা অবস্থান তৃণমূল কংগ্রেসের। সেখান থেকে পদযাত্রা করে কৃষিভবন। হাতে ৫০ লক্ষ চিঠি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার অনুমতি না পেলে কৃষিভবনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ চলবে।
আরও পড়ুন: আবার চাঁদনি চকে ভয়াবহ অগ্নিকাণ্ড,☂ আগুনের লেলিহান☂ শিখায় আতঙ্ক, ছুটলেন দমকলমন্ত্রী
আর কী জানা যাচ্ছে? এই গোটা আন্দোলনের রূপরেখা ভার্চুয়াল সভা করে সমস্ত বিধায়ক, সাংসদ থেকে নেতাদের জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য সেপ্টেম্বর মাসেই হবে ভার্চুয়াল প্রচার। সেটা করতে ব্লকে ব্লকে জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। আর তার মাধ্যমে 𓄧অভিষেকের বক্তব্য পৌঁছে দেওয়া হবে সকলের কাছে। এখন যেহেতু সবটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এসে বর্তেছে তাই এই পথ বেছে নিতে হয়েছে। এখন এই কর্মসূচির মূল উদ্যোক্তা তিনিই। তাই ডায়মন্ডহারবারে🅠র সাংসদ নিজেই গোটা বিষয়টি সম্পর্কে দলের সবাইকে জানাতে চাইছেন। তবে এই ভার্চুয়াল সমাবেশের দিন এখনও জানানো হয়নি।