২০২৪ সালের লোকসভা নির্বাচন খুব বেশি দেরি নেই। তাই সোশ্যাল মিডিয়ায় জোর তৎপরতা শুরু করতে চলেছে তৃণমূলপন্থী অনলাইন সংগঠন ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের পাশা🥀পাশি এই সংগঠন বিজেপিಌর খারাপ দিক, মিথ্যাচার এবং বাংলাকে বঞ্চনার বিষয়গুলি তুলে ধরবে। তাই এই সংগঠন একটি স্লোগান তৈরি করেছে— ‘দেশের দরকার, দিদির সরকার’। এই স্লোগানকে সামনে রেখেই সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়তে চাইছে তাঁরা। গোটা বিষয়টি নিয়ে রবিবার মহাজাতি সদনে একটি অনুষ্ঠান হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এবার জোরদার প্রচার কৌশল নেওয়া হবে।
এদিকে এই টিম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে হিমাচল, উত্তরাখণ্ড থেকে শুরু করে দেশের নানা প্রান্তে ধ্বংসের তথ্য। সেটা পরিবেশ থেকে শুরু করে প্রতিশ্রুতি–সহ নানা বিষয়। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম–সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ‘ক্যাম্পেন’ করা হবে। গোটা বিষয়টি নিয়ে যে সভা হয় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য𝕴 সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, অসম থেকে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী–সাংসদ এবং এখন সেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রধান রিপুন বোরা–সহ অনেকে। সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে এই আলোচনা শুনে সবাই উপযুক্ত পদক্ষেপ করতেও উৎসাহিত করেন। এই সোশ্যাল মিডিয়া টিমের উদ্দেশে তন্ময় ঘোষ বলেন, ‘সস্তার পোস্ট করবেন না। তাছাড়া নেগেটিভ প্রচার করবেন না। বরং রাজ্য সরকারের বহু পজিটিভ প্রচারকে পোস্ট করুন। সেগুলি ভাইরাল করুন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক সামাজিক প্রকল্প নিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সেগুলিই তুলে ধরতে হꦯবে সোশ্যাল মিডিয়ায়। এখানের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইনস্টাগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন–পুরনো বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য আপলোড করা হবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে উঠল জোর স্লোগান, ছবিতে কালি লাগালেন বিজেপি🥃 কর্মীরা
আর কী জানা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া হবে গ্রাফিক্স এবং পোস্টারে। যেখানে মোদী সরকারের ব্যর্থতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য তুলে ধরা হবে। এ⛄মনকী দুই সরকারের কাজের তুলনা তুলে ধরা হবে। এই সংগঠনের চেয়ারপার্সন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গ্রিন পলিটিক্স থেকে শুরু করে নানা বিষয় আমরা সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে তুলে ধরব। তবে বিজেপির আইটি সেলের মতো আমরা ঘৃণা–মিথ্যে ছড়াব না। টাকা দিয়ে লোকও রাখতে পারব না। কিন্তু এমন কাজ করার জন্য আমাদের বহু সমর্থক আছেন।’ পাল্টা রাজ্য বিজেপির আইটি সেলের ইনচার্জ জয় মল্লিক বলেন, ‘সবই বিজেপির অনুকরণে করছে ওরা। এসব আমরা অনেক আগে করেছি। আমাদের কোনও আইটি সেলের কর্মীকে একটা টাকাও দিই না। তাঁরা সকলেই স্বয়ংসেবক।’