দু’দিন আগেই জেলা সভাপতি থেকে শুরু করে শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলায় জেলায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে তিনি বেশ কিছু নির্দেশ দেন। তার মধ্যে একটি হল, ভার্চুয়াল মাধ্যমে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানের হাল–হকিকত জেনে আশু করণীয় কাজ কি সেটা বাতলে দেবেন। আজ, রবিবার তাঁর জেলা বৈঠকের শুরু হচ্ছে। সেখানে সদ্য উপনির্বাচনে পরাজিত মুর্শিদাবাদের সাগর🐎দিঘিকে তালিকার প্রথম স্থানে রাখা হয়েছে।
সাগরদিঘির উপনির্বাচনে বাম–সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত হন। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে সাগরদিঘির প্রভাব না পড়ে তার জন্যই এই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। এমনকী ভার্চুয়াল বꦡৈঠক করার জন্য যে জেলার তালিকা করা হয়েছে সেখানে মুর্শিদাবাদের সাগরদিঘিকেই প্রথম স্থানে রাখা হয়েছে। সংখ্যালঘু⛄ ভোট ব্যাঙ্ক অটুট রাখতেই তালিকার প্রথম স্থানে সাগরদিঘি বলে মনে করা হচ্ছে।
আজ, রবিবার দুপুর দেড়টা নাগাদ মুর্শিদাবাদের তৃণম✅ূল নেতা–নেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ♔মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জেলার বিধায়ক, সাংসদ–সহ দুই সাংগঠ💟নিক জেলা সভাপতি, চেয়ারম্যানকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকের পর করা হবে প্রার্থী বাছাই। সমস্ত জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে। প্রার্থী বাছবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগে করতেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সবার সঙ্গে আলোচনা করে।