আজ, পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলের জন্মদিনে ২১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর কলকাতা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা। নিমতলা থেকে শুরু হয়েছে এই মিছিল। ধামসা–মাদল নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসﷺের শোভাযাত্রায় অংশ নিয়েছেন লোকশিল্পীরা। আজ থেকে নতুন লড়াইয়ের শপথ নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিষ্ঠার মাত্র ১৩ বছরের মধ্যে রাজ্যে মতাসীন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার নয়াদিল্লির মসনদ থেকে বিজেপিকে সরিয়ে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার ডাক দিয়ে নতুন সংগ্রামের পথ প্রশস্ত করছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা–কর্মীরা।
তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে দলের রাজনৈতিক ভিতকে আরও পোক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা। এবার জনগণের সঙ্গে আরও নিবিড় জনসংযোগের রোডম্যাপ সোমবার নজরুল মঞ্চ থেকে ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। ১৯৯৮ সালের ১ জানু🐎য়ারি প্রতিষ্ঠা হয় তৃণমূল কংগ্রেস। ধর্ম, জাতপাতের উর্ধ্বে উঠে সব মানুষের জন্য লড়াইয়ের লক্ষ্য নিয়েই তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। জনস্বার্থ যেখানে সর্বাধিক গুরুত্ব পায় সেখানে মানুষ তাঁর প্রত্যুত্তর দেন ভোটের বাক্সের মধ্যে দিয়ে। কংগ্রেস না পারলেও তৃণমূল কংগ্রেস পারে ৩৪ বছরের বাম সরকღারকে পরাজিত করতে। এরপর শুধুই এগিয়ে যায় ঘাসফুল শিবির।
ঠিক কী বলছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা? এদিকে তৃণমূꦑল কংগ্রেসের প্রথম বিধায়ক বর্ষীয়ান নেত🐻া শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘কংগ্রেস ভেঙে অনেক দল তৈরি হয়েছিল। কিন্তু কেউ দলকে টিকিয়ে রাখতে পারেননি। পেরেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী থেকে আজ তিনি মুখ্যমন্ত্রী। তিনিই পেরেছেন, সরকারকে একটা ভবনের মধ্যে আটকে না রেখে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে।’ আর বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, ‘দেশে ব্যতিক্রমী দল হল তৃণমূল কংগ্রꦫেস। কারণ এই দল প্রতিষ্ঠার মাত্র ১৩ বছরের মধ্যে রাজ্যে ক্ষমতায় এসেছে। আমরা চাই, রাজ্য যেমন এগিয়ে চলেছে, তেমনই দেশকে এগিয়ে নিয়ে যেতে। তাই সামনের পঞ্চায়েত এবং তারপর লোকসভা নির্বাচন আমাদের🌞 পাখির চোখ।’
আজ, রবিবার প্রতিষ্ঠা দিবসে দিনভর সা𒀰মাজিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সকালে তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন হয়। প্রত্যেকটি জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হয়েছে। তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের মূল কার্যালয়ে নতুন ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ ভিত পুজো হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আজ রাজ্যের সর্বত্র গুণীজনদের সংবর্ধনা, দুঃস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান, হাসপাতালে ফল–মিষ্টি বিতরণ, পড়ু𓆉য়াদের শিক্ষণ সামগ্রিক প্রদান, রক্তদান শিবির–সহ নানা সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। এমনকী যাঁরা দলের প্রথম দিন থেকে রয়েছেন সেই কর্মীদের সংবর্ধনা, এবং দলের জন্য যাঁরা জীবন বলি দিয়েছেন, তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।