সম্প্রতি দাঁতের সমস্যা নিয়ে শিয়ালদার ডেন্টাল কলেজে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানের চিকিৎসা ব্যবস্থা দেখে আপ্লুত হয়েছিলেন বাংলার বড়লাট। ইদানিং গলার সমস্যা নিয়ে ভুগছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রায়ই গলা খুসখুস করছে। আর কাশি এসে যাচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধা꧋ন করতে আজ, বৃহস্পতিবার দুপুরে তিনি পৌঁছন রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। হাসপাতালের বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্ত খতিয়ে দেখলেন রাজ্যপালের গলার সমস্যা।
রাজ্যপালের এই বারবার সরকারি হাসপাতালের উপর আস্থা রাখায় রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। তবে এটাই প্রথম নয়। আগেও দাঁতের সমস্যা নিয়ে চিকিৎসা করতে সরকারি হাসপাতালের উপরে ভরসা রেখেছিলে꧒ন রাজ্যপাল। রাজ্যপালকে কয়েকদিন আগে দাঁতের সমস্যায় ভুগতে হয়েছিল রাজ্যপালকে। বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি টাকার অঙ্ক শুনে চমকে 𓆉উঠেছিলেন। তখন শিয়ালদার আর আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজে গিয়েছিলেন।
ঠিক কী হয়েছে রাজ্যপালের? এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের শারীরিꦦক পরীক্ষা করার পরে এসএসকেএম হাসপᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাতালের চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত বলেন, ‘গলায় কিছু সমস্যার জন্য তিনি এসেছিল🅷েন। বেশিক্ষণ কথা বলতে তাঁর অসুবিধা হচ্ছে বলে তিনি জানান। আমরা রাজ্যপালের একটা ভয়েস অ্যানালিসিস পরীক্ষা করেছি। সমস্যা শুনে আগামী দিনে চিকিৎসা চালানো হবে। আমাদের হাসপাতালে সমস্ত মেডিক্যাল পরিষেবাই যথেষ্ট উন্নতমানের। তাই চিকিৎসায় কোনও সমস্যা হবে না রাজ্যপালের। তিনি নিজেও এখানের পরিকাঠামো দেখেছেন।’
আর কী জানা যাচ্ছে? নামপ্রকাশে অনিচ্ছুক এসএসকেএম হাসপাতালের এক সিনিয়র চিকিৎসক বলেন, ‘রাজ্যপাল যখন তাঁর নিজের শারীরিক চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপরে ভরসা রাখেন,তখন সাধারণ মানুষেরও সরকারি হাসপাতালের উপরে আস্থা, ভরসা বেড়ে য🥃ায়। আমরাও আরও ভাল কাজ করার চেষ্টা করি। রাজ্যপালকে অনেক ধন্যবাদ জানাই। কারণ রাজ্যের সরকারি হাসপাতালের উপর এত বিশ্বাস রাখার জন্য। দীর্ঘ কথা বলার ক্ষেত্রে তাঁর অস𒁃ুবিধা হচ্ছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলꦆোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup