কলকাতা পুরসভার স্কুলে শৌচালয় সংস্কারের নামে দুর্নীতির অভিযোগ উঠল। এর আগেও একাধিক ক্ষেত্রে পুরসভার স্কুলগুলিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এদিকে আজ সকালে ঠাকুরপুকুর দাসপাড়া জেমস লং-এর কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি পুলকার। তাতে আহত ৪ স্কুল পড়ুয়া। অপরদিকে কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে ফের একবার তলব করল পুলিশ। (আরও পড়ুন: এখনই ভোট হলে♑ 🎃বাংলায় কটা লোকসভা আসনে জিতবে BJP? যা বলছে সমীক্ষা)
স্কুলে শৌচালয় সংস্কারের নামে দুর্নীতি
কলকাতা পুরসভার স্কুলে শৌচালয় সংস্কারের নামে দুর্নীতি। এমনই দাবি করা হচ্ছে রিপোর্টে। এই সংক্রান্ত অভিযোগ নাকি জমা পড়েছে পুরসভার 🔥ভিজিল্যান্স বিভাগের কাছে। এই আবহে পুর শিক্ষা বিভাগের কাছে রিপোর্ট রিপোর্টও লব করেছে ভিজিল্যান্স বিভাগ। অভিযোগ, পুরসভা পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলির শৌচালয় সংস্কার বাবদ সর্বশিক্ষা মিশন থেকে নেওয়া প্রায় ৩৮ লক্ষ টাকার গরমিল হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে স্কুল সরে গেলেও পুরনো ঠিকানাতেই শৌচালয় সংস্কারের নামে টাকা খরচ হয়েছে। আবার কোনও স্কুলে সংস্কার ﷽করা হয়েছে একটি শৌচালয়, তবে খাতায় কলমে দেখানো হয়েছে দু'টি শৌচালয় মেরামত করা হয়েছে। পুরসভার নথি বলছে, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন পুর বিদ্যালয়ে ৬৩টি শৌচালয় সংস্কার বাবদ প্রতিটির জন্য প্রায় ৬০ হাজার টাকা খরচ করা হয়েছিল। এতেই গরমিল রয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: 🐷ঘনিয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, আজ বাংলার ৯ জেলায় হবꦓে ভারী বৃষ্টি