আজ সকাল সকাল শিয়ালদা শাখায় লোকাল ট্রেন বিভ্রাট দেখা দিয়েছিল। এদিকে ফের একবার নিয়ো💙গ দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে এসএসসি। এদিকে নিজের দলের বিধায়ককেই বিধানসভায় দাঁড়িয়ে ‘গুন্ডা’ আখ্যা দিলেন মমতা।
শিয়ালদা শাখায় ট্রেন বিভ্রাট
আজ ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন꧟্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সাময়িকভাবে। এর 🍃জেরে বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন।
আরও পড়ুন: নীল আဣকাশ ঢেকে যাবে কালো মেঘে, বহু জেলায় নামবে ভারী বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গে
দুই আদালতে পৃথক অবস্থান এসএসসি-র
ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে এসসি। হাই কোর্টে এক কথা, সুপ্রিম কোর্টে আবার অন্য কথা। এই আবহে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দুই আদালতে এমন পৃথক🍌 অবস্থান নিয়েই প্রশ্ন উঠল। এসএসসি একাদশ-দ্বাদশের ওএমআর শিট সংক্রান্ত মামলায় এই নিয়ে এসএসসি-কে প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এই আবহে কমিশনের আইনজীবী কমিশনের কথা মতোই অবস্থান নিয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়েছে কমিশনের কাছে।
আরও পড়ুন: জনমানবহীন ইলিশ ভরতি ট্রলার উদ্ধার পুলিশের, স💞েই ১ কুইন্টাল মাছই এবার নিলামে
হুমায়ুনকে 'গুন্ডা' বললেন মমতা
বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরকে 'গুন্ডা' বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প🌊ঞ্চায়েত হিংসা নিয়ে বলতকে গিয়ে গꦗতকাল মমতা বলেন, 'রাজ্যের অধিকাংশ জায়গায় হিংসা হয়েছে বিরোধীদের মদতে। আর মুর্শিদাবাদে রেজিনগরে আমাদের বিধায়ক গুন্ডামি করেছেন। আমার দলের বিধায়ক হলেও আমি তাঁকে সমর্থন করি না।'
আরও পড়ুন: 'ওপার বাংলা থেকে এপারে ছড়াচ্ছে ডেঙ্গু', বললেন মমতা, নেওয়🍌া হতে পারে কড়া পদক্🌺ষেপ
পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে সময়সীমা বেঁধে দিলেন মমতা
পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে বহু দিন। তবে এখনও বোর্ড গঠন ঝুলে। এই আবহে সব বিধায়কদের বোর্ড গঠন নিয়ে সমসীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা🐼য়। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ১৬ অগস্টের মধ্যে সব জায়গায় বোর্ড গঠন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, গত পঞ্চায়েতে ২০১৮ সালের ১৬ অগস্ট বোর্ড গঠ🌃ন হয়েছিল। তাই নিয়ম অনুযায়ী, তার আগেই এবার বোর্ড গঠন করতে হবে।