ধর্মতলা থেকে আদৌও কি সরবে বাস স্ট্যান্ড! তা নিয়ে ধোঁয়াশা কাটল না। গতকাল সোমবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে পরিবহণ দফতর। তাতে ধꦺর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর পরিবর্তে বেসরকারি মালিকদের বাসের রুট পুনর্বিন্যাস করা🦩র জন্য পরামর্শ দিয়েছে পরিবহণ দফতর। সেক্ষেত্রে ধর্মতলায় দীর্ঘক্ষণ বাস না দাঁড় করিয়ে বাসগুলিকে ফিরে যেতে বলা হয়েছে। এদিন বৈঠকে এ বিষয়ে পরিবহণ সংগঠনগুলির কাছে সহযোগিতা চেয়েছে পরিবহণ দফতর। তবে বেসরকারি মালিকরা চাইছেন তার পরিবর্তে বিকল্প কোনও ব্যবস্থা করা হোক।
আরও পড়ুন: ধর্মতলা বাসস্ট্যান্ড সরবে না, তৈরি হবে মাল্টি লেভেল পা⛎র্কিং, আদালতে জানাল রাজ্য
এদিনের বৈঠকে কলকাতা এবং শহরতলি অঞ্চলের বাস, মিনিবাসকে ধর্মতলাকে বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পরিবহণ দফতর। দ্রুত সেই ব্যবস্থা কার্যকর করার চিন্তা ভাবনাও করা হচ্ছে। পরিবহণ দফতরের তরফ থেকে প্রস্তাবে জানানো হয়🐎, কলকাতা এবং শহরতলির বেসরকারি বাস মিনিবাসগুলি খুব অল্পের জন্য সময়ের জন্য ধর্মতলায় দাঁড়িয়ে যাত্রী ওঠানো নামানো করতে পারবে। অর্থাৎ এতদিন যাত্রা সম্পূর্ণ করার পর ধর্মতলায় দাঁড়িয়ে থাকতো বেসরকারি বাসগুলি। তবে সরক🌜ার চাইছে বেসরকারি বাস যেন সেখানে দীর্ঘ সময়ের জন্য না দাঁড়াক। যদিও বাস মালিক সংগঠনগুলি প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তবে এর ফলে যে একাধিক অসুবিধা হবে সেই সমস্যার কথাও তাঁরা তুলে ধরেন। তাঁদের বক্তব্য সরকার সহযোগিতা করলেই তবেই সহযোগিতা পাবে।