সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। সোমবার রাতেই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে যায়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত অ্যাকাউন্টটি 'রিকভার' করা যায়নি। পেজের নাম বদলে হয়েছে 'যুগ ল্যাবস' (Yuga Labs), ছবিটি বদলে হয়েছে ইংরেজি অক্ষর 'ওয়াই' ও 'এল' সম্বলিত একটি লোগো। জানা গিয়েছে, দ্রুত অ্যাকাউন্টটি 'রিকভার' করার চেষ্টা চলছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্টটিতে ব্লু টিক রয়েছে। টুইটারে তৃণমূল ফলো করে ৬০ জনকে। এদিকে এই পেজের ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার। (আরও পড়ুন: আজ ফের কর꧅্মবিরতিতে যাবেন সরকারি কর্মীরা, হকের ডিএ-র দাবিতে জারি আন্দোলন)
রিপোর্ট অনুযায়ী, রাত দেড়টা থেকেই তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের নাম ও ছবি বদলে যায়। এই ঘটনার বেশ কয়েক ঘণ্টা অতিক্রান্ত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই আবহে তৃণমূলের তরফে থেকে জানা গিয়েছে, অ্যাকাউন্ট রিকভার করতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও স্পষ্ট ෴নয়। তবে যে সংস্থার নাম ও লোগো বর্তমানে তৃণমূলের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, সেটি আদতে মার্কিন ব্লকচেইন সংস্থা। ক্রিপ্টো লেনদের সঙ্গে যুক্ত এই সংস্থা। পাশাপাশি ডিজিটাল মিডিয়া সংক্রান্ত ব্যবসাও করে তারা।
এদিকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর কোনও ভুলভাল টুইট অবশ্য করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সকাল সাড়ে আটটায় দেখা যায়, পেজের শেষ টুইট ১১ ঘণ্টা আগে করা। দিদির সুরক্ষা কবচ সংক্রান্ত সেই টুইট। এর আগে বহুবার সারা বিশ্বে তাবড় সব রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিদের টুইঠার অ্যাকাউন্ট হ্যাক করেছে ক্রিপ্টো লেনদেনকারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই ক্রিপ্টো সংক্রান্ত কোনও টুইট করা হত। এর আগে গত বছরের ২২ এপ্রিল তৃণমূল সাংসদ মহুয়া মৈᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚত্রের টুইটার অ্যাকাউন্ট হয়। সেই সময়ও 'ভুলভাল' টুইট করে বিভিন্ন পণ্য কেনার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর এবার হ্যাক হল খোদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট।