বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার কলকাতা পুরস﷽ভার তৃণমূলি কাউন্সিলরের ছেলে। ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। বুধবার সকালে সাদার্ন অ্যাভিনিউতে এক মহিলাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি ওই মহিলা।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁℱজে CBI, তলব এক পুলিশ অফিসারকে, তদন্ত এবার কোন পথে?
পড়তে থাকুন - কসবা কাণ্ডের তদন❀্তে ন🐟য়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুনের আসামি!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন শুদ্ধসত্ত্ব। সঙ্গে ছিলেন তাঁর দাদা। বিবেকানন্দ পার্কের কাছে এক মহিলাকে ধাক্কা মারে তাঁর গাড়ি। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাড়িতে ধাক্কা মারে শুদ্ধসত্ত্🧸বর গাড়ি। এর পর তাঁরাই মহিলাকে উদ্ধার করে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মহিলাকে SSKMএ স্থানান্তর করা হয়েছে। আহত মহিলা হালতুর বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়ির চালকের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই থানা থেকে জামিন পেয়ে যান তিনি।
ওদিকে মিতাল🦩ি দেবী জানিয়েছেন, সকালে চা খেতে বেরিয়েছিল দাদা ও ভাই। গাড়ি চালাচ্ছিলেন শুদ্ধসত্ত্ব। তখন এক মহিলা হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে গাড়িটি। ইতিমধ🀅্যে শুদ্ধসত্ত্বকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার লক আপে রাখা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।
আরও পড়ুন - ‘হিন্দুরা সংখ্যায় কম হলে ๊কী হতে পারে তার বেলডাঙা তার প্রকৃষ্ঠ উদাহরণ’
এদিন দুপুরে রবীন্দ্র সরোবর থানায় গিয়ে দেখা যায় সেখꦕানে দাঁড়িয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সামনে বনেটের একাংশ দুমড়ে গিয়েছে। গাড়ির বাম পাশের দরজায় লেগে টাটকা রক্ত। SSKM হাসপাতালে আহত মহিলার একাধিক ཧপরীক্ষা করা হয়েছে। তাঁর আঘাতের গুরুত্ব বোঝার চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে এখনও তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।