এবার হ্যাকারদের নিশানায় তৃণমূল সাং💜সদ মহুয়া মৈত্রর টুইটার অ্যাকাউন্ট। শনিবার সন্ধ্যায় মহুয়ার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাক করার কথা তিনি নিজেই প্রথমে জানিয়েছিলেন টুইটারে। পরে মুহূর্তের মধ্যেই সেই টুইট ডিলিট হয়ে যায়। তারপর নিজের ফেসবুক পেজেও তিনি টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার কথা জানিয়েছেন। তৃণমূল সাংসদ লি🌞খেছেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। এটি পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকবে।
মহুয়ার টুইটার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, বিভিন্ন পণ্য এবং দ্রব্যের বিজ্ঞাপনকে মহুয়া রিটুইট করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফিশিং অ্যাটাকের বিষয়টি আমি টুইটারকে জানিয়েছি। তারা খতিয়ে দেখছে দ্রুত সমস্যার সমাধান হবে।’ প্রসঙ্গত, রাজনৈতিক ব্যক্তিদের টু🅠ইটার অ্যাকাউন্ট হ্যাক এই প্রথম নয়। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। সাধারণত নামকরা কোনও ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড। ‘ব্লু স্টিক’ দেওয়া থাকে। সে ক্ষেত্রে নিরাপত্তা বেশি বলে দাবি করা হয়। তারপরও বারবার হ্যাকারদের কবলে পড়ছে টুইটার অ্যাকাউন্ট।
কিছুদিন আগে বিজেপি নেতা রুদ্রনীলের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে অভিযোগ ছিল, ৭৫ হাজার টাকার বিনিময়ে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রির চেষ্টা করা হয়েছিল। সে ক্ষেত্রে রুদ্রনীল অজানা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছিলেন। আর এবার হ্যাকারদের নিশানায় মহুয়া মৈত্র। বিভিন্ন পণ্যের বিশেষ করে জুতোর বিজ্ঞাপনে রিটুইট করতে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। একই সঙ্গে তার টুইটার অ্যাকাউন্ট প্রোফাইল ছবিও গায়েব হয়ে গিয়𝓡েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা তৃণমূল সাংসদের।