রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখা গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল। আর সেই সময় প্রতিবাদীদের মধ্যে থেকে দুই বিক্ষোভকারী বিষ সেবনের হুমকি দেন। সেই সময় একটি শিশি থেকে কিছু খাওয়ার চেষ্টাও করেছিলেন সেই প্রতিবাদীরা। তবে তার আগেই পুলিশ তাদের আটকে দেয়। লেকটাউন থানায় নিয়ে গিয়ে পরে বিক্ষোভকারীদের আটক করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বুধবার SNSC-র চাকরিপ্রার্থীরা ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। সেই সময় মন্ত্রীর বাসভবনের আনেক আগেই বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়। শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের মধ্যেই দুই শিক্ষক বিষ খাওয়ার হুঁশিয়ারি দিয়ে শিশি থেকে কিছু খাওয়ার চেষ্টা করেন। পরে সেই শিশি বাজেয়াপ্ত করে পুলিশ। এই শিশিতে কী আছে তা পরীক্ষা করে দেখাবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বিকাশ ভবনের সামনে পাঁচ শিক্ষক বিষ খেয়েছিলেন। সেই সময় অবশ্য বদলির প্রতিবাদে সেই বিষ সেবন করেছিলেন শিক্ষকরা। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের প্রতিবাদ চলাকালীন পাঁচ শিক্ষকের সেই বিষপানের দৃশ্য দেথে বুক কেঁপে উঠেছিল গোটা রাজ্যেরই।