👍৮ মার্চ নারী দিবস। নারীদের অধিকার সুনিশ্চিত করার সঙ্গে জড়িয়ে থাকা একটি দিন, নারী পুরুষ যে একই সারিতে সেটা আরও একবার বলার দিন হল এই নারী দিবস। আর সেই নারী দিবসের আগে একাধিক ভিডিয়ো শেয়ার করল রাজ্য পুলিশ। কার্যত মন ছুঁয়ে যাওয়া একাধিক ভিডিয়ো। আসলে প্রতিটি ভিডিয়োতে বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে নারীর অবস্থানও যে বদলে গিয়েছে, নারী যে কোনও অংশ পিছিয়ে নেই সেটাই তুলে ধরা হয়েছে।
👍একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দুজন তরুণী আড্ডা দিচ্ছেন। সম্ভবত রাস্তার ধারে। একটা কাঠের বেঞ্চে বসে রয়েছেন তারা। এমন সময় একজন পুলিশ এসে দাঁড়ান তাঁদের সঙ্গে। তিনি বলেন, সাড়ে ১০টা। এত রাতে দুজন লেডিস আড্ডা মারছেন! বেশ করছেন। আড্ডা মারছেন। এরপর চলে যান সেই পুলিশ। বেরিয়ে যায় পুলিশের গাড়ি। লেখা ভেসে ওঠে বি দ্য চেঞ্জ। অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে এই ভিডিয়ো। অর্থাৎ সাধারণ একটা ধারণা থাকে যে রাত হলে মেয়েদের বাইরে বের হওয়া, আড্ডা দেওয়া উচিত নয়। রাত হলে কেবলমাত্র ছেলেরাই আড্ডা দেবে। সেই সময় যে বদলে গিয়েছে তা কার্যত মনে করিয়ে দিল রাজ্য পুলিশ। তবে প্রশ্নটা থেকেই গেল সুরক্ষা যথাযথ থাকে তো?
𒅌অপর একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন কর্মরতা নারী ফিরলেন চাকরি থেকে। বাড়িতে রান্না করছেন স্বামী। তিনি খাবার দেন যত্ন করে। আসলে বাড়ির রান্না করার কাজটি কেবলমাত্র যে মহিলাদের নয়, সেটাই যেন আরও একবার মনে করিয়ে দিল রাজ্য পুলিশ।
♓অপর একটি ভিডিয়োতে বলা হয়েছে, দুজন পুরুষ ও একজন নারীর মধ্যে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। তার মধ্য়ে এক নারীকেই লিড করার দায়িত্ব দেওয়া হয়। বি দ্য চেঞ্জ। বদলে যাওয়া সময়ের সঙ্গে নারীর অবস্থানও যে বদলে যাচ্ছে সেটাই যেন আরও একবার মনে করিয়ে দেয় পুলিশ।
🌄অপর একটি ভিডিয়ো। সেখানে একটি বাইকের উপর বসে রয়েছেন এক তরুণী। তাঁকে এসে এক যুবক প্রশ্ন করেন হেব্বি! এরপর ওই তরুণী প্রশ্ন করেন, হোয়াট! এরপর ওই যুবক বলেন বাইক ম্যাডাম। আসলে বাইক যে আর কেবলমাত্র পুরুষের চালানোর বিষয় নয়, সেটাই আরও একবার মনে করিয়ে দিল এই ভিডিয়ো। অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে এই ভিডিয়ো।