পুজো শুরুর আগেই সোমবার থেকে চালু হচ্ছে যাত্রীসাথী অ্যাপ। রাজ্য সরকারের উদ্যোগে এই অ্যাপ মাধ্যমে তুলনামূলক কম ভাড়ায় ক্যাবে চেপে নিরাপদ🍒ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সোমবার এই অ্যাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন🍸্দ্যোপাধ্যায়।
রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ভারতবর্ষে এই প্রথম সরকারি উদ্যোগে অ্যাপ ক্যাব চালু হচ্ছে। তিনি সংবাদমাধ্যমকে বলেন,'যাত্রীসাথী অ্যাপ আমরা তিনমাস ধরে পরীক্ষামূলক ভাবে চালিয়েছি। ২১ হাজার গাড়ির সঙ্গে একে যুক্ত করা হয়েছে। এখন প্রায় সাড়ে ৪ হাজারের মতো রাইড চলছে। এই রাইড চালু হলে যাত্রী কম ভাড়ায় নিজের গন্তব্যে যেতে পারবেন।' তবে এতি সুবিধা শুধু যাত্রীদেরই নয় যারা গাড়ি 💧দেবেন তারাও তুলনামূলক ভাবে বেশি ভাড়া পাবেন। মন্ত্রী বলেন, 'সরকার লাভ করবে না। সরকার শুধু পরিচালনার খরচ নেবে। আমরা জোর দেব নিরাপত্তার উপর।'
এমনি বেসরকারি অ্যাপক্যাব নিয়ে নানা অভিযোগ। বেশি ভাড়া, রাইড বাতিলের মতো অভিযোগের পাশাপাশি রয়েছে নিরাপত্তা অভাব নিয়েও নানা অভিযোগ। মহালয়ার দিনই এক অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে মহিলা আইনজীবীকে কুপ্রস্😼তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছে।
(পড়তে পারেন। ‘৪কেজি ওজন কমেছে’, পুজো উদ্বোধনের মাঝে নিজের 👍স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন মমতা)
(পড়তে পারেন। পলিউশন সার্টিফিকেট পেতে কী করতে হবে? বড় সিদ্ধান্ত 🌊জানাল পরিবহণ দফতর)
শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের নিয়ে এই যাত্🌟রী সাথী অ্যাপ। বাড়িতে বসে অথবা যে কোনও লোকেশন থেকেই ওলা-উবেরের মতো বুক করা যাবে হলুদ ট্যাক্সি এবং এবং অন্যান্য সব মিটার ট্যাক্সি।
এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে গন্তব্যে পৌঁছে তারপর ইউপিআই অর্থাৎ অন♔লাইনে পেমেন্ট করা যꦦাবে। তবে যাত্রীরা নগদেও ভাড়া দিতে পারবেন। রাজ্যের পরিবহণ দফতর এবং তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে অ্যাপটি।
অ্যাপটি চালু করার আগে, গাড়ি চালক ইউনিয়নগুলি সঙ্গে বসেছে পরিবহণ দফতর। তাদের ওয়ার্কশপ করে বোঝানো হয়েছে কী ভাবে অ্যাপটি কাজ করে। এই অ্যাপের মাধ্যমে এসি, নন এসি দু'ধরনের ক্য💎াবই বুক করা যাবে।