পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন এগিয়ে আনা হচ্ছে। ডিসেম্বর মাসের ৪ তারিখে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা ঘোষণা করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভ🌼া সূত্রে খবর, নভেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে বিধানসভায় শীতকালীন অধিবেশন। আগামী ২৪ নভেম্বর শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন। আর সেটা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশন চলবে একসপ্তাহ। মন্ত্রী–বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে আলোচনা হতে পারে। আলোচ্য সূচিতে আছে জিএসটি ব♏িলও।
এদিকে বিল দীর্ঘদিন রাজভবনে আটকে রাখার বিষয়টি ভালভাবে নিচ্ছেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘রাজভবনে ২২টি বিল আটকে আছে। রাজ্যপাল সম্মতি দেননি। প্রত্যেকটি বিল জনগণের স্বার্থে আনা হয়েছে। তাই সেসব বিবেচনা করেই রাজ্যপালের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিলগুলি দীর্ঘদিন ফেলে রাখা মোটেই সমীচীন নয়।’ দেবীপক্ষে বিধানসভায় একদিনের সংক্ষিপ্ত অধিবেশন ডেকে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’ এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করতে ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামোলিউমেন্ট) অ্যাক্ট ১৯৩৭’ সংশোধন করার চেষ্টা হয়। কিন্তু🦩 শেষ পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই আর্থিক বিল পাশের অনুমতি না দেওয়ায় অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
অন্যদিকে রাজ্যপালের এই কাজ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সামনে এসেছে। সেই স🅷ূত্র ধরেই স্পিকার বলেন, ‘রাজ্যপালের উচিত বিল আটকে না রেখে তা দ্রুত ছেড়ে দেওয়া। রাজ্যপালের কাছে আবেদন করা হবে। রাজ্যপালের সম্মতি নিয়ে বিধানসভায় বিল পেশ করা হয়। অধিবেশন শেষে আবার রাজ্যপালের কাছেই সেটা যায়। তখন চূড়ান্ত সম্মতি দেন রাজ্যপাল। রাজ্যপালের একটি ড্রাফটিং সেকশন করা উচিত। বিলের বিষয়ে তারা খুঁটিয়ে পর্যবেক্ষণ করে ত্রুটি–বিচ্যুতি থাকলে রাজ্যপাল তা নিয়ে তাঁর মতামত জানাতে পারবেন।’
আরও পড়ুন: সিবিআই দꦆুর্নীতি দমন শ🍷াখার কলকাতা ডিআইজি হঠাৎ পরিবর্তন, কে এলেন দায়িত্বে?
আর কী জানা যাচ্ছে? মন্ত্রী–বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে নভেম্বর মাসের শুরুতে বিধানসভার অধিবেশন বসানোর পরিস্থিতি তৈরি হলেও সেটা হয়নি। এবার ২৪ নভেম্বর শীতকালীন অধিবেশন এগিয়ে এনে ওই বিল পাশ করা হবে। আর ইডির হাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার নিয়ে অধ্যক্ষ বলেন, ‘জ্যোতিপ্রিয় নিজেকে ‘নি🐻র্দোষ’ বলে দাবি করছেন। ফলে তাঁর বক্তব্যের সারবত্তা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি খোলা মনের মানুষ। তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি নিয়ে আসা হচ্ছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এখন তদন্ত চলছে। আশা করি, নিরপেক্ষ তদন্তেই সব পরিষ্কার হবে।’