আর হাতে একসপ্তাহ। তারপরই শুরু হয়ে যাবে রাজ্যজুড়ে দুর্গাপুজো। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। দু’একদিনের মধ্যেই নাগরিকদের জন্য চালু হয়ে যাবে হেল্পলাইন নম্বর। আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। পায়ে চোট থেকে ইনফেকশন হয়েছে। তাই এই মন্ত্রিসভার বৈঠক নিজের বাড়িতেই করলেন। আর সেখানেই বিজেপির অভিসন্ধি নিয়ে সতর্ক করে দিলেন মন্꧅ত্রীদে♉র। এমনকী মন্ত্রীদের তিনি দিয়েছেন নির্দেশও।
এদিকে দুর্গাপুজোয় বিজেপি কোনও গণ্ডগোল বা গোলমাল করার ছক কষেছে। এমনই খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগাম সতর্ক করে নির্দেশ দিলেন তিনি। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ‘বিজেপি গোলমাল করতে পারে। এমনই খবর পেয়েছি। তাই চোখ–কান খোলা রাখতে হবে। আর সমস্ত মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকতে হবে।’ এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর তা প্রকাশ্যে আসায় বেজায় চটেছে বিজেপি। কিন্তু আগে একাধিকবার দেখা গিয়েছে, নানা উৎসব–পার্বণে বিজেপি লোকজন বাইরে থেকে নিয়ে এসে গোলমাল প▨াকিয়েছে।
অন্যদিকে এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজের পায়ের ব্যাপারে তথ্য জানালেন। আর জানিয়ে দিলেন কবে তিনি পথে নামছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এমনিতে ঠিক আছি। পায়ে একটা চোট আছে। একটা ইনফেকশন হয়ে গিয়েছে। সারতে সময় লাগবে। চিকিৎসকদের নিষেধে শারীরিকভাবে যেতে পারলাম না। কিন্তু মানসিকভাবে পৌঁছে গিয়েছে। ২৭ তারিখ দু💞র্গাপুজো কার্নিভালে দেখা হবে।’ দুর্গাপুজোর আগে মন্ত্রিসভার শেষ বৈঠকও আজ হয়ে গেল। সূত্রের খবর, সেই বৈঠকে দুর্গাপুজোর সময় রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর সতর্ক থাকতে বলেন পুলিশ–প্রশাসনকে।
আরও পড়ুন: এব𒅌ার মতুয়া মাকে দুর্গার রূপে নিয়ে আসা হচ্ছে, হিন্দু মহাসভার পুজো এখন চর্চার তুঙ্গে
আর কী বলেছেন মন্ত্রীদের? এদিন মন্ত্রিসভার বৈঠকের শেষে রুদ্ধদ্বার কক্ষে দুর্গাপুজো নিয়ে সতর্ক থাকতে বলেন মন্ত্রীদের। তাঁর কথায়, ‘আমার কাছে খবর আছে বিজেপি দুর্গাপুজোর সময় গোলমাল পাকাতে পারে। তাই প্রত্যেক মন্ত্রীকে নিজের এলাকায় থাকতে হবে। এলাকা ছেড়ে যাওয়া যাবে না। সজাগ দৃষ্টি রাখতে হবে। চোখ–কান খোলা রাখতে হবে। কোনও হিংসার ঘটনা যেন না ঘটে। সবাই খুব ভাল থাকবেন। সবাই মিলেমিশে থাকবেন। সবার দুর্গাপুজো ভাল কাটুক। আমরা এক, এটা বারবার প্রমাণ করতে হবে। এখানে কোনও বিভাজন নেই। ২৭ তারিখ দুর্গাপুজো কার্নিভাল হবে। সেখানে আমি উপস্থিত থাকব। সবার সঙ্গে দেখা হবে।’ পাল্টা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, ‘আ𓂃গেও উনি এমন বক্তব্য রেখেছেন। রাজনৈতিক বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। নিজেদের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর প্রচেষ্টা।’