হাতে আর দু’দিন বাকি। তারপরই দুর্গাপুজো শুরু হয়ে যাবে রাজ্যজুড়ে। এই আবহে আজ, রবিবার দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে রাজ্য এবং কলকাতা পুলিশকে আরও কড়া হওয়ার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্🎀যায়। রীতিমতো রাফ এবং টাফ হওয়ারও পরামর্শ দিলেন পুলিশমন্ত্রী। এমনকী বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকার প্রশংসা এবং তাঁদের পাশে দাঁড়াতে দেখা গেল পুলিশমন্ত্রী তথা মুখ্য়মন্ত্রীকে। যা এককথায় তাৎপর্যপূর্ণ। আলিপুর বডিগার্ড লাইনসের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে লাগাতার ভুয়ো ভিডিয়ো ছড়ানোর ঘটনায় নাম না করে বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, ভুয়ো ভিডিয়ো’র রমরমা ঠেকাতে মহিলাদেরই এগিয়ে আসতে হবে।
এদিকে আরজি কর হাসপাতাল হোক অথবা জয়নগরের ঘটনা। বারবার কাঠগড়ায় তোলা হয়েছে পুলিশকে। আরজি কর হাসপাতালের ঘটনায় গ্রেফতারও হয়েছেন🌱 টালা থানার ওসি। এমনকী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে সরানো হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। আর ডিসি নর্থকে। এবার জয়নগরের ঘটনায়ও জেলা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার বাবা–মা। এই আবহে দেখা গেল পুলিশের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দুটি বিষয় বলে রাখা দরকার—এক, আরজি কর হাসপাতালের ঘটনায় কলকাতা পুলিশই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। দুই, জয়নগরের ঘটনার ক্ষেত্রেও সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
আরও পড়ুন: বন্যাদুর্গত জেলায় ছিমছাম ‘বিজয়া সম্মিলনী’, জেলা নেতৃত্বকে নির্দেশ তৃণমূল সুপ্রিমোর
অন্যদিকে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা নিয়ে বেশ কটি কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বিশ্বাস করি মেয়েরাই এই কাজ করতে পারবে। ছেলেদের বাইরে কাজে যেতে হয়। কিন্তু আমি মেয়েদের কাছে অনুরোধ জানাব আপনারা একজোট হন। পুলিশকে সহযোগিতা করুন। ভুল পোস্ট দেখলেই ফেক লিখবেন। সেটা স্ক্রিনশট নিয়ে পুলিশকে পাঠিয়ে দেবেন। তার জন্ꦍয একশো জনকে রাজ্যের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে এবং দরকার হলে তাঁদের চাকরিও দেওয়া হবে। আমি চাই𝔉 মেয়েরা পুলিশের কাজে ভাল করে অংশগ্রহণ করুন। আপনারা জোট বাঁধুন। মেয়েরাই পারে এই অন্যায় রুখতে।’