টানা ১২ দিনের বিদেশ সফর। শনিবার সেখান থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা🎶 বন্দ্যোপাধ্যায়। আর তারপরই স্বাস্থ্যপরীক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এসএসকেএম হাসপাতালে। আজ, রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে আসেন। সেখানের উডবার্ন ব্লকের সামনে নেমে ১২ নম্বর ওয়ার্ডে যান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূ🍸প নিগম–সহ অন্যান্য স্বাস্থ্য কর্তারা। সেখানেই স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তাঁর পায়ের সমস্যা নিয়েই এদিন দেখাতে আসেন হাসপাতালে বলে খবর।
এদিকে আজ এসএসকেএম হাসপাতালে পৌঁছন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকলেও চিকিৎসার বিষয়ে মুখ খোলেননি কেউ। স্বাভাবিকভাবে রাজ্যের মানুষের কৌতূহ⛎ল তুঙ্গে উঠেছে। আবার কী হল মুখ্যমন্ত্রীর? রাজ্যের জন্য লগ্নি টানতে তিনি বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিলেন। বাংলার মানুষ তাঁকে অত্যন্ত ভালবাসেন। তাই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। স্পেন, দুবাইয়ে গুরুত্বপূর্ণ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। সফর নিয়ে দারুণ খুশি সেটা বিমানবন্দরে নেমেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে রবিবার বিকেলে হঠাৎই এসএসকেএম হাসপাত♉ালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে ঠিক কী সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর? সেটা জানা যায়নি। গত জুন মাসে জলপাইগুড়িতে হেলিকপ্টার বিপাকে পড়ে কোমরে, পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের জেরে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করতে হয় মুখ্যমন্ত্রীর চপারকে। তখনই পায়ে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য যান। সূত্রের খবর, আজও পায়ের চিকিৎসার জন্যই এসএসকেএম হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ইন্ডিয়া জোটের নেতাদের বাড়ি যাচ্ছেন ইয়েচুরি, পৃথক সাক্ষাৎ করে 🥃অবস্থান স্পষ্ট করছেন
আর কী জানা যাচ্ছে? পায়ে চোট পাওয়ার পর চিকিৎসকদের একাংশ মুখ্যমন্ত্রীকে অপারেশন করার পরামর্শ দেন। তিনি কাজের ব্যস্ততার কথা তুলে ধরে অস্ত্রোপচার করতে রাজি হননি। এবার কি তাহলে অস্ত্রোপচার নিয়ে আলোচনা হল? রবিবার অবশ্য এসএসকেএম তেমন কোনও তথ্য সরবরাহ করেনি। তবে ১২ দিনের টানা বিদেশ সফরের পর আপাতত তাঁকে চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। গত ১২ সেপ্টেম্বর দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দেন মমতা। মাদ্রিদ, বার্সেলোনায় একাধিক কর্মসূচি এবং বৈঠক সেরে আবারও দুবাই হয়েই কলকাতায় ফেরেন। এবার সামনেই দুর্গাপুজো। ফলে পুজো কমিটির অনুরোধে দৌড়ে যেဣতে হবে তাঁকে মণ্ডপে মণ্ডপে। তাই পায়ের পরীক্ষা করিয়ে নিলেন বলে জানা গিয়েছে।