আজ, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার একঝাঁক শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে চাঁদের হাট বসে নিউটাউনে। এখন অবশ্য হালকা শীতের ভাব মিলছে। সেখানে নিউটাউনে আজ, মঙ্গলবার শুরু হল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। দু’দিনের এই মেগা ইভেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মম🌼তা বন্দ্যোপাধ্যায়। তবে যেভাবে সবাই তাঁকে দেখতে অভ্যস্ত তার থেকে একটু চেনা ছকের বাইরে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তাতেও হিট মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য সাজে অন্য মাত্রায় মঞ্চে এলেন। সাদা শাড়ির উপর অফ হোয়াইট ওয়েস্ট কোটে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটাই কি তাঁর কর্পোরেট লুক? উঠছে প্রশ্ন।
সাদা তাঁতের শাড়ির সঙ্গে সাদা হাওয়াইꦺ চপ্পল পরে দেখতেই সবাই অভ্যস্ত। আর শীতে একটা শাল। এটাই মুখ্যমন্ত্রীর বরাবরের লুক। সেখান থেকে এবার একটু অন্য ধাঁচে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই করতালিতে ফেটে পড়ল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ। ভারতীয় রাজনীতির ওয়েস্ট কোট অনেক রাজনীতিবিদের স্টাইল। জওহরলাল নেহরু কোট পরতেন। তাই ওই ধরনের কোটের নামই হয়ে যায় জহর কোট। এখন হয়েছে মোদী কোট। সুষমা স্বরাজ কোট পরতেন শাড়ির সঙ্গে রঙ মিলিয়ে। এব♓ার যে কোট বাংলার মুখ্যমন্ত্রী পরলেন তা ‘মমতা কোট’ নামকরণ বোধহয় শুধু সময়ের অপেক্ষা।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে কোট পরতে দেখেননি কেউ। সাদা শাড়ি পরেই বাংলার মানুষের কাছে ‘দিদি’ 🦩হয়ে উঠেছেন তিনি। আবার ঘরের মেয়ে মমতা বলতেও অনেকে দ্বিধা করেন না। সেখানে এমন ওয়েস্ট কোট পরে শিল্পপতিদের সামনে বক্তব্য রেখে তিনি বুঝিয়ে দিলেন কর্পোরেট লুকও তাঁর সাধারণই। বৈভব তাঁকে স্পর্শ করতে পারেনি। তাই আজ তিনি সবার সামনে বললেন, ‘আমি খুব সাধারণ স্কুলে পড়ে🦹 বড় হয়েছি। বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার ছোট বয়সে মারা যান। তাই বিরাট কোনও ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পারিনি। আপনাদের মতো ইংরেজি বলতে পারি না। তবে অল্প তো পারি।’ আজ গোটা বক্তব্যই মুখ্যমন্ত্রী ইংরেজি ভাষাতেই রেখেছেন সাবলীলভাবে।
আরও পড়ুন: উপস্থিতির 𒁃হার কম, পরীক্ষায় বসতে দেওয়া হবে না, সিদ্ধান্ত জেনে তাণ্ডব ছাত্রীদের
বাংলার মুখ্যমন্ত্রীকে আমজনতা দেখতে অভ্যস্ত সাদা শাড়ি–ব্লাউজ আর হাওয়াই চটি পরা অবস্থায়। শীত এলে গায়ে একটা শাল মাত্র। শিলংয়ে যখন খুব ঠান্ডা পড়েছিল তখন জ্যাকেট উঠেছিল মুখ্যমন্ত্রীর গায়ে। এবারই প্রথম কোট পরে সবার সামনে এলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিমপ্লিসিটিই তাঁর ব্যক্তিত্ব। আজকের বিজনেস সামিটে তিনি যে অফ হোয়াইট ওয়েস্ট কোট পরেছেন তাতেও রয়েছে সাধারণত্ব। অফ হোয়াইট শাড়ির সঙ্গ🅰ে অফ হোয়াইট ওয়েস্ট কোটে নতুন ট্রেন্ড নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী।