শুক্রবার ৭ অগাস্ট বেলা ১টায় প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল। শুক্রবার ওই পরীক্ষার ফল প্রকাশ হবে বলে আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে নির্ঘণ্ট জানাননি তিনি। ফল প্রকাশের আগের দিন জানা গেল তার বিস্তারিত। জয়েন্ট এন্ট্রান্সཧ বোর্ডের তরফে জানানো হয়েছে শুক্রবার বেলা ১টায় প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল। আর বেলা ২.৩০ মিনিট থেকে wbjee.nic.in ও wbresults.nic.in ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী জ♐ানিয়েছিলেন, এবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে অনলাইনে। প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবে কাউন্সিল। কাউন্সেসিংও হবে অনলাইনেই। অনলাইনে ব়্যাঙ্ক জানতে পারবেন পরীক্ষার্থীরা। ব়্যাঙ্ꦯক কার্ডও ডাউনলোড করা যাবে সেখান থেকেই।
করোনার জেরে পরীক্ষার প্রায় ৬ মাস পর প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফল। এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২ ফেব্রুয়ারি। এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই জয়েন্ট এন্ট্রান্সের আয়োজন হয়। পরীক্ষা দিয়েছিলেন ৮৮,৮০০ জন। ক🃏িন্তু করোনা পরিস্থিতির জেরে ফꦰল প্রকাশ করতে লাগল প্রায় ৬ মাস।