মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নতুন নয়। এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সেই নিয়ে ফের একবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি🍷 কেন্দ্রের থেকে রাজ্য ৯০ হাজার কোটি টাকারও বেশি পাওনা। তিনি অভিযোগ করেন, বুলবুল থেকে ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের পুরো ক্ষতিপূরণও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়নি। তবে তাঁর কথায়, কোভিড আবহেও রাজ্যের আয় বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি বাজেট বরাদ্দও বেড়েছে।
এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের থেকে ৯০ হাজার কোটিরও বেশি টাকা পাওনা। জিএ🥃সটি আদায় করা হচ্ছে, তবে সেখান থেকে রাজ্যের পুরো ভাগ দেওয়া হচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, কিন্তু টাকা দেয় না। তাতে বড় বড় নাম দেয় কেন্দ্রীয় সরকার।’ এরপর মমতা আরও বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের জন্য ৬ হাজার ৩৩৪ কোটি টাকা পাই। আমফানের জন্য বকেয়া আছে ৩২ হাজার ৩১০ কোটি টাকা। ইয়াসের জন্য বকেয়া অর্থের পরিমাণ ৪ হাজার ২২২ কোটি টাকা।’
পাশাপাশি মমতা আরও বলেন, ‘কেন্দ্রের দায়িত্ব থাকা সত্ত্বেও ডিভিসি ড্রেজিং করেনি। গঙ্গা-হলদিয়ার ড্রেজিংও করানো হয়নি। ফরাক্কার জন্য কেন্দ্র টাকা দেয়𝐆নি। কেন্দ্র কিছℱু কাজ করেনি। ঘাটাল মাস্টারপ্ল্যান এখনও পড়ে রয়েছে। এই প্রকল্পের জন্য কোনও টাকা দিচ্ছে না কেন্দ্র। মানুষ ব্যাঙ্কে টাকা রাখছেন। কিন্তু সেই টাকা আদৌ ফেরত পাবেন কি না, তা তাদের জানা নেই।’
এদিকে মমতার এই অভ🎀িযোগের প্রেক্ষিতে পালটা তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, ‘৯০,০০০ কোটি টাকার গল্প শোনানো হল।রাজনৈতিক বিবৃতিতে ভরা দিশাহীন বাজেট এটা।’ তিনি বলেন, ‘এই বাজেটে শুধু কেন্দ্রের সমালোচনা করা হয়েছে। এতে শিল্পের কোনও দিশা নেই। কোনও জমি নীতি নেই। সরকারি কর্মীদের মহল,🌠 শিল্পমহল হতাশ হয়েছে।’