রাজ্যজুড়ে গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। এছাড়া নানা হিংসার ঘটনাও ঘটছে। এই নিয়ে জোর চর্চা চারিদিকে শুরু হয়েছে। আর তা নিয়ে পুলিশকে পদক্ষেপ করতে হচ্ছে। এমন আবহে আরও কড়া হতে নির্দেশ দেওয়া হল পুলিশকে। পুলিশ সুপার থেকে শুরু করে নগরপালদের এবার কড়া নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপ𒀰াধ্যায়। আজ, বৃহস্পতিবার রাজ্য পুলিশের এসপি, সিপিদের নিয়ে জরুরি বৈঠক করেন ডিজি। ভার্চুয়াল এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি মহরম এবং ২১ জুলাই নিয়েও বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
হাতে আর বেশিদিন বাকি নেই। আগামী ১৭ জুলাই মহরম। সুতরাং ৬ দিন বাকি। আর তারপরই আছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় কর্মসূচি একুশে জুলাই শহিদ দিবস। সুতরাং রাজ্যে কোনও গোলমাল বা হিংসার ঘটনা ঘটুক চান না ডিজি। সেই বার্তাই দেওয়া হয়েছে এꦡই বৈঠকে। ভার্চুয়াল বৈঠকে ডিজির নির্দেশ, ‘যারা অপরাধমূলক কাজ করছে তাদের কাউকে রেয়াত করা হবে না। দাগী অপরাধীদের ꦡবিরুদ্ধে অভিযোগ এলে কড়া পদক্ষেপ করতে হবে। কোনওরকম অপেক্ষা করা যাবে না। প্রয়োজনে পুলিশের প্রতিনিধিদলকে আরও শক্ত করুন এবং কাজ করুন।’
আরও পড়ুন: চার বিধানসভার উপনির্বাচনে চূড়াꦕন্ত ভোটে🎃র হার প্রকাশ করল নির্বাচন কমিশন, প্রথম কে?
এদিকে মহরম নিয়ে পৃথকভাবে সতর্ক করেন ডিজি সঞ্জযꦗ় মুখোপাধ্যায়। কারণ এই দিনে নানা হিংসার ঘটনা ঘটে থাকে। প্ররোচনার মাধ্যমে হিংসা ছড়িয়ে পড়ে। যা একেবারেই কাম্য নয়। তাই তাঁর বক্তব্য, ‘পুলিশকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে। কোনওরকম যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য এখন থেকেই সব রুট তৈরি করে নেবেন। কোন হিংসাকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।’ রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলার কড়া বার্তা যায় সিপি–এসপিদের কাছে। আজ বিকেলে এক ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়।