গুমোট গরম কেটে গিয়ে রবিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। আগামী দুই দিনও মাঝারি মানের বৃষ্টি হবে বলে পূর্বাভাস করল আবহাওয়া দফতর।উত্তরবঙ্গে যখন লাগাতার বর্ষণে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তখন দক্ষিণবহ্গে ঝকঝকে আকাশ আর কড়া রোদের ঠেলায় নাভিঃশ্বাস উঠেছে মানুষের। এর পর গত শনিবার বিকেল থেকে পরিবর্তন হতে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি। কিন্তু আকাশে মেঘের আনাগোনা থাকলেও সে ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি। অবশেষে গতকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়।খুব ভারী বর্ষণ না হলেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বাতাসও। এই জোড়া ইন্ধনের জেরে বৃষ্টির মুখ দেখছে দক্ষিণের জেলাগুলি। রবিবারের পরে সোমবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুই দিন এমনই বৃষ্টি চালু থাকবে দক্ষিণবঙ্গে।এ দিন সকালের দিকে মাঝেমাঝেই ঝেঁপে বৃষ্টি এলেও দুপুরের পরে কিছু ক্ষণ বিরতি দেখা দেয়। আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যা ও রাতে বৃষ্টির জের বাড়তে পারে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।