বড় খবর
করোনা পরীক্ষায় গোটা দেশে সবার পিছনে পশ্চিমবঙ্গ, তাই কি আক্রান্তের সংখ্যা এত কম?
1 মিনিটে পড়ুন Updated: 11 Apr 2020, 03:54 PM IST- প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় করোনা পরীক্ষা হয়েছে আনুমানিক ২১ জনের। যা গোটা ভারতে সব থেকে কম।
গোটা দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৫০০ পর করেছে আক্রান্তের সংখ্যা। শুধু মুম্বই শহরেই করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ পার করেছে। সেই তুলনায় আপাতদৃষ্টিতে পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটা ভাল। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুসারে ꧃শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীনের সংখ্যা মাত্র ৮৯। তবে তাতে নিশ্চিন্ত হওয়ার অবকাশ নেই। কারণ পরিসংখ্যান বলছে, গোটা দেশে করোনা পরী𝔍ক্ষায় সবার পিছনে পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞদের মতে, সেই জন্যই প্রতিফলিত হচ্ছে না প্রকৃত সংখ্যা।