বাংলায় ঝড়-বৃষ্টির প্রকোপ খুব তাড়াতাড়ি কমার সম্ভাবনা নেই। বুধবারের পরে বৃহস্পতিবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো বাতাস ও বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর।বুধবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। রাতে দফায় দফায় বৃষ্টি হওয়ার পরে এ দিনও সকালে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস করল আলিপুর আবহাওয়া দফতর। সকালের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার সঙ্গে বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে চলেছে।এ দিন সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। মেঘ গর্জনে সঙ্গে মাঝে মাঝে দমকা বাতাস বইলেও বহাল রয়েছে গুমোট ভাব।