আরজি কর মেডিক্যালের ওটিতে দাগ লাগা গ্লাভস বিতর্কে বড় মোড়। সোমবার ওই ঘটনায় গ্লাভস পরীক্ষার পর রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য ভবনে। সেই রিপোর্টে জানানো হয়েছে, গ্লাভসে রক্তের কোনও নমুনা পাওয়া যায়নি। যে দাগ দেখা গিয়েছে তা কোনও রাসায়নিক থেকে হতে পারে। তবে সেই রাসায়নিক কী তা জানা যায়নি।গত ১০ অক্টোবর আরজি কর মেডিক্যালের ইন্টার্ন দেবারুণ সরকার অভিযোগ করেন, হাসপাতালে একজন HIV রোগীকে রক্ত দেওয়ার সময় তিনি সিস্টারের কাছে গ্লাভস চান। সিস্টার গ্লাভস দিলে তিনি দেখেন সেটিতে কোনও কিছুর দাগ রয়েছে। তিনি সিস্টারকে অন্য গ্লাভস দিতে বলেন। সিল করা প্যাকেট খুলে দেখা যায় সেই গ্লাভসেও একই রকম দাগ রয়েছে। এর পর ওই বাক্সে থাকা সমস্ত গ্লাভসেই দাগ দেখতে পাওয়া যায়। সিস্টারকে জিজ্ঞাসা করায় তিনি জানান ওই দিন সকালেই প্যাকেটটি খোলা হয়েছে।এই ঘটনা সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার স্বাস্থ্য ভবনের তরফে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। গ্লাভসগুলি পাঠানো হয় পরীক্ষার জন্য। সোমবার সেই পরীক্ষা রিপোর্ট স্বাস্থ্য দফতরে জমা পড়েছে। তাতে জানানো হয়েছে, গ্লাভসে যে দাগ দেখা গিয়েছে তা রক্তের নয়। অন্য কোনও রাসায়নিকের দাগ লেগে থাকতে পারে। একই সঙ্গে রিপোর্টে জানানো হয়েছে, বাক্সের গায়ে যে ব্যাচ নম্বর লেখা ছিল, তার সঙ্গে একাধিক গ্লাভসের প্যাকেটের ব্যাচ নম্বরের মিল ছিল না। কী করে একই বাক্সে একাধিক ব্যাচ নম্বরের গ্লাভস এল তা নিয়েও প্রশ্ন উঠেছে।