ভোটগণনার আগে রাজ্যবাসীকে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানালেন রাজ্যপাল সিভি༒ আনন্দ বোস। সোমবার বিকেলে এক ভিডিয়ো বার্তায় এই আবেদন জানান তিনি। সঙ্গে জানান, কোথাও কোনও হিংসার ঘটনা ঘটলে রাজꦡভবনের পিস রুমে ২৪ ঘণ্টা অভিযোগ জানানো যাবে।
আরও পড়ুন - শালবনিতে হচ্ছে না লৌহ - ইস্পাত কারখানা, জানিဣয়ে দিলেন সꦡৌরভ গঙ্গোপাধ্যায়
পড়তে থাকুন - ছাপ্পা ভোট পরিচালনার অভিযোগে গ্রেফতার দ��লের নেতা, ফের মু𓄧খ পুড়ল তৃণমূলের
এদিন ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, ‘আগামীকাল ভোটগ🌺ণনার জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সঙ্গে বাংলাও। ফল যাই হোক না কেন, সেটাই দেশের জনমত ও বাংলার জনমত। তাই সবার সেই জনমতকে সম্মান জানানো উচিত। এই সময়ে আমাদের দুষ্কৃতীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এউ সুযোগে হিংসার মাধ্যমে তারা সমাজের ক্ষতি করতে পারে। যে কোনও হিংসার ঘটনা রাজভবনের পিস রুমে জানানো যাবে। রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে।’
মঙ্গলবার রাজ্য🦹🌠ের ৪২টি আসনের ভোটগণনা হবে ৫৫টি গণনাকেন্দ্রে। সোমবার সন্ধ্যায় গণনার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে কমিশন। ওদিকে এদিন এক নির্দেশে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, গণনায় যাতে কোনও অস্থায়ী সরকারি কর্মী না থাকেন তা নিশ্চিত করতে বলেছে আদালত।
আরও পড়ুন - মন𒐪্ত্রিত্বের শর্তেই TMCর সাথে সেটিং? ভাঙড়ে নওসাদের নিষ্ক্রিয়তা নিয়🧜ে উঠছে প্রশ্ন
বলে রাখি, রাজ্যে রাজনৈতিক হিংসায় আক্রান্তদের আশ্রয় দিতে রাজভবনের অতিথিশালায় পিস রুম খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজনৈতিক হিংসায় কেউ আক্রান্ত হলে সেখানে ফোন করে জানাতে পারেন সা꧂ধারণ মানুষ। বিষয়টি খতিয়ে দেখে এব্যাপারে রাজ্য প্রশাসনকে পদক্ষেপ করার নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল।