পরিবেশ দূষণের কথা মাথায় রেখে জাতীয় পরিবেশ আদালত রাজ্যে ১🍌৫ বছরের পুরনো সমস্ত গাড়ি বাতিলের নির্দেশ দিয়েছিল। আগামী ৬ মাসের মধ্যে তা বাতিল করতে হবে বলে জানিয়েছিল পরিবেশ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীদের বক্তব্য, ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে নির্দেশ পরিবর্তন করুক জাতীয় পরিবেশ আদালত। এই জনস্বার্থ মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান ꦗবিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ (কলক꧅াতা) হাওড়া, কলকাতা-সহ গোটা রাজ্যে ১৫ বছরের পুরনো সমস্ত গাড়ি বাতিলে🦩র নির্দেশ দিয়েছিল। মামলাকারীদের বক্তব্য, ১৫ বছর🔴ের পুরনো গাড়ি বাতিল করতে গেলে রাজ্যে প্রায় কয়েক লক্ষ গাড়ি বাতিল হতে পারে। পরিবেশ আদালতের এই নির্দেশ গোটা রাজ্যের জন্য ক𝓀ার্যকর হতে পারে না। তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৈনাক গঙ্গোপাধ্যায় এবং অরুণাভ ঘোষ নামে জনৈক দুই ব্যক্তি।